E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘রোজায় মার্কেটের সামনে কোনো ফুটপাতে দোকান থাকতে পারবে না’

২০১৬ মে ৩০ ১৪:৫৭:১৯
‘রোজায় মার্কেটের সামনে কোনো ফুটপাতে দোকান থাকতে পারবে না’

চট্টগ্রাম প্রতিনিধি : যানজট নিরসনে ও ঈদের কেনাকাটা করতে আসা ক্রেতাদের সুবিধার্থে পবিত্র রমজান মাসে মার্কেটের সামনের এবং রাস্তার ওপর বসা বেশকিছু ফুটপাতের দোকান তুলে দেবে পুলিশ।

সোমবার রমজান মাসে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের বিষয়ে চট্টগ্রামের ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এই বিষয়টি স্পষ্ট করেন পুলিশ কমিশনার ইকবাল বাহার। দুপুর ১২টায় পুলিশ কমিশনারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ কমিশনার বলেন, ‘রোজায় মার্কেটের সামনে কোনো ফুটপাতে দোকান থাকতে পারবে না। কারণ এতে ক্রেতাদের মার্কেটে ঢুকতে বিপত্তির মধ্যে পড়তে হবে, সৃষ্টি হবে যানজট। এছাড়া সড়কের যেসব জায়গায় ফুটপাতে দোকানের কারণে যানজট সৃষ্টি হয় তাও তুলে নেওয়া হবে রমজান মাসের শুরুতে।’

তিনি বলেন, ‘আমি ফুটপাতের ব্যবসায়ীদের পেটে লাথি মারতে চাই না। কিন্তু ৫০ কিংবা ১০০ জন মানুষের উপকার করতে গিয়ে আমি ৫০ হাজার মানুষের ক্ষতি করতে পারি না। এ নিয়ে মানবিকতার কোনো প্রশ্ন থাকতে পারে না।’

এরপর বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতাদের প্রতি অনুরোধ করে ইকবাল বাহার বলেন, ‘কিছু ফুটপাত তুলে নেওয়ার ফলে যেসব ব্যবসায়ী বেকার হয়ে পড়বেন তাদের রমজানমাসকালীন মার্কেটগুলোতে যে অতিরিক্ত লোক নিয়োগ দেওয়া হবে সেই সব পদে যেনো আপনারা নিয়োগ দেন। ফলে ওই ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হবেন না।’

পুলিশ কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য, মাসুদ উল হাসান, উপ কমিশনার পরিতোষ ঘোষসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

এতে ব্যবসায়ী নেতারা তাদের সমস্যা তুলে ধরে বক্তব্য দেন। পুলিশ কমিশনার তাদের সমস্যার সমাধানের আশ্বাস দেন।

সভায় চট্টগ্রাম চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘আমরা নিজের নামে আগে হাজি-আলহাজ্ব লিখতে ভালোবাসি, ঈদের পর পবিত্র ওমরাহ পালনের জন্য বসে থাকি, কিন্তু রমজান মাসে ক্রেতাদের ঠকিয়ে যাই। আমাদের কাছে সব পণ্যের ক্রয়মূল্য জানা আছে। কিন্তু আমরা ১ হাজার টাকার জিনিস ৭ হাজার টাকায় বিক্রি করতে বসে থাকি। সেটা ঠিক নয়। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’

সভার শেষের দিকে পুলিশ কমিশনার বলেন, যতদিন এখানে (সিএমপি) থাকবো আমি নিজেকে চট্টগ্রামবাসী মনে করবো। দয়া করে ১১ মাসের ব্যবসাটা একমাসে (রমজানে) পুষিয়ে নিবেন চিন্তা করে মানুষদের কষ্ট দেবেন না।’

(ওএস/এএস/মে ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test