E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘জঙ্গিবাদ লেলিয়ে দিয়ে দেশে জাতীয় ঐক্যে হবে না’

২০১৬ জুলাই ২৩ ১৬:৩৯:৩৯
‘জঙ্গিবাদ লেলিয়ে দিয়ে দেশে জাতীয় ঐক্যে হবে না’

চট্টগ্রাম প্রতিনিধি : নৌপরিবহনমন্ত্রী শাহাজান খান বলেছেন, বিএনপি ক্ষমতা হারিয়ে দেশবিরোধী নানা ষড়ষন্ত্র করছে। তিনি বলেন, যারা জাতীয় ঐক্যের কথা বলছেন, তারা দেশের স্বাধীনতা বিশ্বাস করেন না। জঙ্গিবাদ লেলিয়ে দিয়ে দেশে জাতীয় ঐক্য হবে না।

শনিবার সকালে চট্টগ্রামে শহীদ মো. ফজলুর রহমান মুন্সি অডিটোরিয়ামে বাংলাদেশ শিপিং করপোরেশনের ৩৮তম বার্ষিক সাধারণ সভায় নৌমন্ত্রী এসব কথা বলেন।

শাহাজান খান বলেন, ‘আমাদের দেশের বিএনপি ও জামায়াতসহ ২০ দল এই জঙ্গিদের মদদ দিয়ে চলছে। বিএনপি ক্ষমতার বাইরে এসে ক্ষমতা হারিয়ে শেখ হাসিনা সরকারকে উৎখাত করার এমনকি তাঁকে হত্যা করার জন্য উঠে-পড়ে লেগেছে। এই জঙ্গিদের লেলিয়ে দিয়ে আজকে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। অপরদিকে বলছে, জাতীয় ঐক্য চায়। জাতীয় ঐক্য কার সঙ্গে হবে যারা আমার দেশের মানুষকে হত্যা করেছে। যারা ১৯৭১ সালে বাংলাদেশের ৩০ লাখ মানুষকে হত্যা করেছে। তিন লাখ মা বোনের সম্ভ্রম হানি করেছে। যারা আমাদের দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। দেশের স্বাধীনতাকে স্বীকার করে না। যারা কোনোদিন কণ্ঠে উচ্চারণ করেনি ‘জয় বাংলা’, যে স্লোগানটি বাংলাদেশের স্বাধীনতার অস্তিত্বের সঙ্গে জড়িত। যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকার করে না। স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর যে অবদান তা স্বীকার করে না তাদের সঙ্গে কিসের জাতীয় ঐক্য? তাদের সঙ্গে জাতীয় ঐক্য হতে পারে না।’

বিএসসির বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় সাংসদ এম এ লতিফ, মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কমোডর এইচ আর ভূঁইয়াসহ শেয়ার হোল্ডাররাও বক্তব্য দেন।

বিএসসি গত অর্থবছরে ১৩০ দশমিক ১ কোটি আয় করেছে উল্লেখ করে সভায় জানানো হয় প্রতিষ্ঠানটি ব্যয় করে ১২৪ দশমিক ৬৮ কোটি টাকা। প্রতিষ্ঠানটি নিট লাভ করেছে মাত্র ৫ দশমিক ৩৩ কোটি টাকা। সাধারণ সভায় শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেন মন্ত্রী।

(ওএস/এএস/জুলাই ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test