E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বন্যার্তদের ত্রাণ নিয়ে দুই নম্বরি করলে কঠিন সাজা’

২০১৬ আগস্ট ০১ ১৫:২৮:২৭
‘বন্যার্তদের ত্রাণ নিয়ে দুই নম্বরি করলে কঠিন সাজা’

মানিকগঞ্জ প্রতিনিধি : ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বন্যার্ত মানুষের রিলিফ নিয়ে যদি কেউ দুই নম্বরি করে তাহলে তার জন্য কঠিন সাজা অপেক্ষা করছে।

সোমবার দুপুরে বন্যাকবলিত মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজারে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন,দেশের সার্বিক বন্যা পরিস্থিতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মনিটর করছেন। মন্ত্রী ও জনপ্রতিনিধিরা ঠিকমতো দায়িত্ব পালন করছেন কিনা তার খোঁজ রাখছেন। তাই সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা যদি এই দুর্বস্থায় মানুষের পাশে না দাঁড়ায় তাদের জবাবদিহি করতে হবে এবং শাস্তি পেতে হবে।

মায়া বলেন, যতক্ষণ পর্যন্ত বানভাসি মানুষ ঘরে ফিরে না যাবে ততক্ষণ পর্যন্ত সাহয্য দিয়ে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হবে।

এ সময় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, ত্রাণ ও দুযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ আলম, অতিরিক্ত সচিব সাজ্জাদ কবীর, মহাপরিচালক রিয়াজ আহম্মেদ, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইনসহ স্থানীয় সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/আগস্ট ০১, ২০১৬)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test