E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন সফটওয়্যার উদ্বোধন

২০১৬ আগস্ট ০৪ ১৮:০৫:৪১
ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন সফটওয়্যার উদ্বোধন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : সরকার প্রতিশ্রুত জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা নিশ্চিত করণের লক্ষ্যে এবারে ভূমি ব্যবস্থাপনায় ডিজিটিাল পদ্ধতির উদ্বোধন করা হযেছে। বৃহস্পতিবার সকালে ঈশ্বরদীতে ভূমি সংস্কার বোর্ডের অধীনে ‘ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন’ (ল্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম) এর উদ্বোধন করেছেন সরকারের ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি। ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতি প্রবর্তনের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় দেশের ১৩টি উপজেলার ভূমি অফিসের অধীনে দু’টি করে ভূমি অফিসে এই পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছে।

এই প্রকল্পের আওতায় বৃহস্পতিবার সকালে দেশে প্রথমবারের মতো ঈশ্বরদী উপজেলা ভূমি কার্যালয়ে ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন (ল্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম) সফটওয়্যার এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, এই ব্যবস্থায় জনগণ টাউট-বাটপারদের খপ্পর হতে রক্ষা পাবে এবং ভূমি অফিসের ঘুষ-দূর্ণিতিও বন্ধ হবে। ভূমি বিষয়ে দেশের বেশীরভাগ মানুষই অজ্ঞ। তাই ভূমি ব্যবস্থাপনকে বাংলা ভাষায় রূপান্তর করলে অনেক মামলা ও জটিলতা কমে যাবে এবং দুর্নীতিও কমে আসবে। ভূমি ব্যবস্থাপনায় বিদেশি ফার্সি দুর্বোধ্য শব্দ থাকার কারণে সাধারণ মানুষ ভূমি সম্পর্কে জানতে আগ্রহ হারাচ্ছে।

বাংলা ভাষায় ভূমি সংক্রান্ত পুস্তক প্রকাশের কাজ চলছে। শিক্ষাক্ষেত্রে ভূমি বিষয় অন্তর্ভুক্ত করে ছাত্রছাত্রীদের ভূমি সম্পর্কে জানার সুযোগ করে দিচ্ছে সরকার। তিনি আরো বলেন, ব্রিটিশ, পাকিস্তান প্রজাসত্ত্ব আইন প্রয়োগ করে ভূমির জটিলতা আরও বাড়িয়ে দিয়েছে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে এ জটিলতা থেকে আমরা বের হয়ে আসার চেষ্টা চালাচ্ছি। ভূমি সংস্কার বোর্ডের এই সফটওয়্যারটি জনস্বার্থের দিক বিবেচনা করেই তৈরী হয়েছে। ভূমির সেবা ইংরেজি, ফার্সি, উর্দু ভাষায় না রেখে সহজবোধ্য বাংলা ভাষায় করার উদ্যোগ নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলা ভাষাকে আমরা সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি। সহজবোধ্যভাবে ভূমি ব্যবস্থাপনাকে তুলে ধরলে ভূমিতে মামলা মোকদ্দমার হার অনেক কমে যাবে।’

বিশেষ অতিথির বক্তব্যে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, ১০টি মডিউলসহ ল্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম নামক সফটওয়্যারটি তৈরি করা হয়েছে যা এসি ল্যান্ডদের কাজের অধিকাংশ চাহিদা পূরণে সক্ষম হবে।

ভূমির নামজারি ও জমাভাগ পদ্ধতি, নামজারি রিভিউ আবেদন পদ্ধতি, মিস্ কেইছ, সকল আবেদন অনুসন্ধান ও জিজ্ঞাসা করার পদ্ধতি, ভূমি উন্নয়ন কর আদায়, অনলাইন অফলাইন ম্যাসেজিং সিস্টেম, এলডি ট্যাক্স তথ্য, বাজেট ব্যবস্থাপনা পদ্ধতি, মামলা মোকদ্দমা পরিচালনা পদ্ধতি, সার্টিফিকেট মামলা পরিচালনা পদ্ধতি, কর্মচাারিদের তথ্যাদি ও সার্বিক মনিটরিং ব্যবস্থাপনা ই সফটওয়্যারের অন্তর্ভুক্ত।

পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আমিনুল ইসলাম, গুচ্ছগ্রাম প্রকল্পের প্রকল্প পরিচালক মাহবব উল আলম। সহকারী কমিশনার (ভূমি) এর সঞ্চালনায় এসময় অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব আবু মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোশতাক আহমেদ, উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, উপজেলা নির্বাহী অফিসার শাকিল মাহমুদ ও ভাইস চেয়ারম্যান নারী মাহজেবিন শিরিণ পিয়া।

(এসেকেকে/এএস/আগস্ট ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test