E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ছেলে-মেয়েসহ রাগীব আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

২০১৬ আগস্ট ১০ ১৬:২২:৪১
ছেলে-মেয়েসহ রাগীব আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সিলেট প্রতিনিধি : বিশিষ্ট শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে-মেয়েসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার বেলা ১১টার দিকে সিলেট মহানগর মুখ্য হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

জাল কাগজপত্রের মাধ্যমে তারাপুর চা-বাগানের দেবোত্তর সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকার ভূমি আত্মসাৎ ও প্রতারণার মামলায় এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

এর মধ্যে ভূমি জালিয়াতির মামলায় রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। অন্যদিকে প্রতারণার মামলায় রাগীব আলী, তার ছেলে আবদুল হাই, জামাতা আবদুল কাদির, মেয়ে রুজিনা কাদির এবং তারাপুর চা-বাগানের সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

সিলেট জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর মিসবাহ উদ্দিন সিরাজ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ১০ জুলাই ওই দুটি মামলায় অভিযোগপত্র দাখিল করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার জাহান। বুধবার অভিযোগপত্রের ওপর আদালতে শুনানি ছিল। কিন্তু রাগীব আলীর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে শুনানির তারিখ পেছানোর আবেদন জানান তার আইনজীবী। আদালত আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

প্রসঙ্গত, ৪২২ দশমিক ৯৬ একর জায়গার ওপর তারাপুর চা-বাগানের পুরোটাই দেবোত্তর সম্পত্তি। আশির দশকে জালিয়াতির মাধ্যমে এটি দখলে নেন রাগীব আলী।

(ওএস/এএস/আগস্ট ১০, ২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test