E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তারেক-মিশুক নিহতের মামলায় আরো ৩ জনের সাক্ষ্যগ্রহণ

২০১৬ আগস্ট ১৪ ১৬:১৬:২৯
তারেক-মিশুক নিহতের মামলায় আরো ৩ জনের সাক্ষ্যগ্রহণ

মানিকগঞ্জ প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও বিশিষ্ট সাংবাদিক মিশুক মুনীরসহ ৫ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আরও তিনজনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।

রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে তাদের সাক্ষ্যগ্রহণ করা হয়।

জেলা ও দায়রা জজ আদালতের সহকারী কৌসুলি (এপিপি) আফছারুল ইসলাম জানান, রবিবার মোট ৫ জন সাক্ষীকে আদালতে তলব করলেও তিনজন হাজির হয়ে জবানবন্দি দেন। এরা হলেন, স্কয়ার হাসপাতালের চিকিৎসক মেসবাহ্ উদ্দিন, ফায়ার সার্ভিসের গাড়ি চালক মোতালেব হোসেন এবং একই অফিসের স্টাফ কামাল হোসেন।

বাকি দুজন সাক্ষীর মধ্যে ফায়ার সার্ভিস বিভাগের স্টেশন ম্যানেজার খোন্দকার আব্দুল হামিদ মারা গেছেন এবং অপর সাক্ষী স্কয়ার হাসপাতালের চিকিৎসক ছানোয়ার হোসেন উপস্থিত হননি।

এপিপি আরো জানান, মামলার ৩৯ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ১৯ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হলো। এ মামলার আরও ৩ সাক্ষী ইতোমধ্যে মারা গেছেন।

প্রসঙ্গত, ২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের জোকা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ ৫ জন প্রাণ হারান।

(ওএস/এএস/আগস্ট ১৪, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test