E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

২০১৬ আগস্ট ১৫ ১৭:২৬:২০
জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে  শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার সকাল ১০টা ১০ মিনিটে বঙ্গবন্ধুর সমাধী সৌধ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এ শ্রদ্ধা জানান। পরে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় জাতির জনকের প্রতি প্রদর্শন করা হয় রাষ্ট্রীয় সালাম।

এসময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে ফাতেহা পাঠ এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করেন। সমাধী সৌধের বেদী মূলে কিছুক্ষণ তিনি নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা অশ্র সজল হয়ে পড়েন।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় সভানেত্রী হিসেবে বঙ্গবন্ধুর সমাধী সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারাফ হোসেন, শিল্প মন্ত্রী আমির হোসেন আমু, বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নৌমন্ত্রী শাহজাহান খান, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ,ক,ম মোজাম্মেল হক, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আযম, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, জাহাঙ্গীর কবীর নানক, শেখ হেলাল উদ্দিন এমপি, আবুল হাসানাত আব্দুল্লাহ, বাহাউদ্দিন নাসিম এমপি, কর্নেল (অবঃ) মুহাম্মদ ফারুক খান এমপি, ব্যারিষ্টার ফজলে নূর তাপস এমপি, উম্মে রাজিয়া কাজল এমপি, শেখ কবির হোসেন, আওয়ামীলীগের প্রচার সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কাজী আকরাম উদ্দিন আহমদ, পুলিশের আইজি শহিদুল ইসলাম, র‌্যাবের ডিজি বেনজির আহমেদসহ সামরিক বে-সামরিক কর্মকর্তা ও রাজনীতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে কেন্দ্রীয় কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, পেশাজীবী সংগঠন, সামাজিক সংগঠন, শিক্ষা-প্রতিষ্ঠান এবং স্থানীয় আওয়াম লীগ ও সহযোগী সংগঠনের পক্ষে বঙ্গবন্ধুর সমাধী সৌধ বেদৗতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এসময় জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফুলে ফুলে ভরে ওঠে বঙ্গবন্ধুর সমাধী সৌধের বেদী।

পরে তিনি বঙ্গবন্ধু ভবনে যান এবং সেখানে অবস্থান করেন। বেলা ১১ টায় মাজার কমপ্লেক্স মসজিদে মন্ত্রী পরিষদ ও জেলা প্রশাসনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সফর সঙ্গীরা মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। দুপুর ১২ টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী হেলিকপ্টার যোগে টুঙ্গীপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান।

সৈয়দ আশরাফুল ইসলাম :
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু সরকার কিংবা দলের একার সম্পত্তি নয়, তিনি সার্বজনীন। দেশের ১৪ কোটি মানুষের মনিকোঠায় তার স্থান। তিনি বলেন, তাঁর মতো একজন নেতা আগামীতে আর এদেশে জন্ম নেবেনা তা সন্দেহ। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে তার নাম মুছে ফেলার চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু, বঙ্গবন্ধু ধীরে ধীরে আরো জনপ্রীয় হয়ে উঠেছেন। সব যায়গাতেই কিছু কুলাঙ্গারতো থাকেই। তারা ছাড়া দেশের সকল মানুষ আজ ঐক্যবদ্ধ।

তোফায়েল আহম্মেদ :
বানিজ্য মন্ত্রী তোফায়েল আহম্মেদ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার কাজ এগিয়ে চলেছে।

বানিজ্য মন্ত্রী তোফায়েল আহম্মেদ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার কাজ এগিয়ে চলেছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ আজ সমাপ্ত হবার পথে । উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে চলছে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু দুটি স্বপ্ন দেখেছিলেন, একটি বাংলাদেশের স্বাধীনতা আরেকটি বাংলাদেশকে সোনার বাংলা গড়া। প্রথমটি তিনি সফলতার সাথে করে গেছেন। সেদিন বেশি দূরে নয়শেখ হাসিনা নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এই বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হবে।

(পিএম/এএস/আগস্ট ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test