E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাদুঘরের ট্রাস্টি বোর্ডের নতুন সভাপতি শিল্পী হাশেম খান

২০১৬ আগস্ট ২৫ ১০:৪২:১৭
জাদুঘরের ট্রাস্টি বোর্ডের নতুন সভাপতি শিল্পী হাশেম খান

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সভাপতি মনোনীত হয়েছেন শিল্পী হাশেম খান। গত ৫ মে আগের বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর সম্প্রতি এক সরকারি প্রজ্ঞাপনে হাশেম খানকে সভাপতি করে ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়।

নবগঠিত ট্রাস্টি বোর্ডের অন্য সদস্যরা হলেন, অধ্যাপক আলমগীর মো. সিরাজ উদ্দিন, প্রফেসর আমিরুল ইসলাম চৌধুরী, স্থপতি রবিউল হোসাইন, প্রফেসর ড. সুলতানা শফি, প্রফেসর সৈয়দ মনজুরুল ইসলাম, ড. সোনিয়া নিশাত আমিন, ড. মো. মোবারক হোসেন প্রমুখ।

এছাড়া চারুকলা অনুষদের ডীন, প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক, আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের প্রতিনিধি, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিনিধি, জাদুঘর নিদর্শন উপহার প্রদানকারীদের প্রতিনিধি ট্রাস্টি বোর্ডে অন্তর্ভুক্ত হয়েছেন।

বোর্ডের সদস্য সচিব হিসাবে কাজ করবেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।

উল্লেখ্য, হাশেম খান এর আগে ২০১০ সালে জাদুঘরের ট্রাস্টি নির্বাচিত হয়েছিলেন।

(ওএস/এএস/আগস্ট ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test