E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত খরচে দেশে আসছে শহীদ কাদরীর মরদেহ

২০১৬ আগস্ট ৩০ ১৪:০০:১৮
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত খরচে দেশে আসছে শহীদ কাদরীর মরদেহ

স্টাফ রিপোর্টার : বুধবার ঢাকায় আনা হচ্ছে প্রয়াত কবি শহীদ কাদরীর মরদেহ। সরকারি খরচে নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত অর্থ ব্যয়েই ঢাকায় আনা হচ্ছে কবির মরদেহ।

বুধবার সকাল ৮.৪০ মিনিটে কবির মরদেহবাহী ফ্লাইট (এমিরেটস) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথো রয়েছে।

তার স্ত্রী নীরা কাদরী আসছেন অপর ফ্লাইটে। কাতার এয়ারওয়েজের ফ্লাইটে তার পৌঁছুনোর কথা রয়েছে ভোর ৫টা ১০ মিনিটে। নীরা কাদরীর সঙ্গে থাকবেন কবিপুত্র আদনান কাদরী এবং পারিবারিক বন্ধু সাবিনা হাই উর্বি।

কবির মরদেহ দেশে আনাসহ এসব বিষয়ে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।

তিনি জানান, কবির মরদেহ ও তার স্বজনদের দেশে আসার পুরো খরচই বহন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউইয়র্কে বাংলাদেশ সরকারের কনসাল জেনারেল শামীম আহসান সেখান থেকে কবির মরদেহ দেশে পাঠানোর যাবতীয় আয়োজন সম্পন্ন করেন।

ঢাকায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হবে কবিকে।

মাহবুবুল হক শাকিল জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে তার সামরিক সচিব জেনারেল মিয়া মোহাম্মদ জয়নাল আবেদীন ঢাকায় কবির দাফনের জন্য সহ সকল ব্যবস্থা নিশ্চিত করেছেন।

(ওএস/এএস/আগস্ট ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test