E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ঈদযাত্রায় রেলপথে কোনো সমস্যা হবে না’

২০১৬ আগস্ট ৩০ ১৪:০৮:০৪
‘ঈদযাত্রায় রেলপথে কোনো সমস্যা হবে না’

স্টাফ রিপোর্টার : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনসাধারণের সুবিধার্থে ট্রেনের টিকিট পর্যাপ্ত রয়েছে বলে দাবি করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। মঙ্গলবার রাজধানীর কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে এসে তিনি এ দাবি করেন।

তবে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পরও কাঙ্ক্ষিত টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা।

রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, গতবার আমরা অনেক যাত্রীকে ডেকেও টিকেট বিক্রি করেছি। এবারও ট্রেনের টিকিট পর্যাপ্ত রয়েছে। ঈদযাত্রায় রেলপথে কোনো সমস্যা হবে না। এবার ঈদে যাত্রীদের সুবিধার্থে ৬৯টি ট্রেন দেশের বিভিন্ন জেলায় যাওয়া-আসা করবে। এ মধ্যে ২ লাখ ৬০ যাত্রী সেবা পাবে। গত ঈদে আমরা যাত্রীদের শতভাগ সেবা দিয়েছি। আসা করছি এবারও শতভাগ সেবা দিতে পারবো।

কাঙ্ক্ষিত টিকিট না পাওয়ার বিষয়ে যাত্রীদের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা সবাইকে টিকিট দিচ্ছি। কেউ যদি না পেয়ে থাকেন আমাদের রেলওয়ের কর্মকর্তাদের কাছে অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার সকালে টিকিট লাইনের প্রথম ব্যক্তি হওয়া সত্বেও প্রত্যাশা অনুযায়ী টিকিট না পাওয়ার অভিযোগ করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। তিনি বলেন, ৮ সেপ্টেম্বরের কিশোরগঞ্জের এসি বার্থের টিকিট চাইলে ক্রাউন্টারের লোক বলেন এসি বার্থের টিকিট নেই। তাহলে টিকিট গেল কোথায়।

তবে টিকিট বিক্রির ব্যবস্থাপনা বর্তমানে খুব ভালো দাবি করে রেলমন্ত্রী বলেন, টিকিট সহজলভ্য হওয়ায় যাত্রীদের কোনো সমস্যা হচ্ছে না। টিকেট কালোবাজারি ঠেকানো সুশৃঙ্খলভাবে বিক্রির জন্য আমাদের আইনশৃঙ্খলার বাহিনীসহ রেলকর্মীরা কাজ করছেন।

এছাড়া ঈদ-পরবর্তী সময়ে যাত্রীদের ঢাকা আসার সুবিধার্থে বিশেষ ব্যবস্থাপনায় ৫ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত অগ্রিম বিক্রি হবে যথাক্রমে ১৪, ১৫, ১৬, ১৭ এবং ১৮ সেপ্টেম্বরের টিকিট।

পরিদর্শনকালে রেলমন্ত্রী ঈদের অগ্রিম টিকিট বিক্রির কাউন্টারগুলো ঘুরে দেখেন। এসময় রেলওয়ে ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/আগস্ট ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test