E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএনপির সঙ্গে রামপাল আন্দোলনের সম্পর্ক নেই

২০১৬ আগস্ট ৩০ ১৪:৪৫:২৫
বিএনপির সঙ্গে রামপাল আন্দোলনের সম্পর্ক নেই

স্টাফ রিপোর্টার : সুন্দরবন রক্ষা করা শুধু আমাদের (আন্দোলনকারীদের) দায়িত্ব নয় সবার দায়িত্ব বলে মন্তব্য করেছেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সুলতানা কামাল। তিনি বলেছেন, এক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে। তবে অভিযোগের পরিপ্রেক্ষিতে বলতে চাই আমাদের আন্দোলনের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে ‘রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র বিষয়ক সর্বশেষ পরিস্থিতি: নাগরিক সমাজের প্রতিক্রিয়া’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা যারা করছেন তারা বিএনপির সঙ্গে যুক্ত এমন অভিযোগের বিষয়ে সুলতানা কামাল বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই এই সংগঠনের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। এছাড়া বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল তখনও তারা আমাদের আন্দোলনের বিরোধিতা করেছিল। শুধু তাই নয়, আমরা যখন কোনো বিষয় নিয়ে আন্দোলন করি তখন যে সরকার ক্ষমতায় থাকে তারা সেটির ঘোর বিরোধিতা করেন।

সুলতানা কামাল বলেন, সুন্দরবন আমাদের সম্পদ তাই এই সম্পদ বিনষ্ট হতে দেওয়া যাবে না। এই বন রক্ষায় জাতি আজ এক হলেও সরকার তার স্বার্থ হাসিলের জন্য সুন্দরবনকে বিনষ্ট করতে চায়। কিন্তু রামপাল হলে আমাদের প্রকৃতির যেমন ক্ষতি হবে তেমনিভাবে পরিবেশেরও ব্যাপক ক্ষতি হবে।

প্রকল্প বাস্তবায়ন হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে মন্তব্য করে তিনি আরও বলেন, সুন্দরবন ও বাংলাদেশের জন্য রামপাল বিদ্যুৎকেন্দ্র দেশের ব্যাপক ক্ষতি করবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য সচিব ডা. মো.আব্দুল মতিন, খুশি কবীর, অধ্যাপক এমএম আকাশ, সৈয়দা রিজিওনা হাসান, রুহিন হোসেন প্রিন্স, অধ্যাপক মোয়াজ্জেম হোসেনসহ প্রমুখ।

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test