E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাসেম আলীর ফাঁসির রায় বহালে ষড়যন্ত্রের পরাজয় ও সত্যের জয় হয়েছে

২০১৬ আগস্ট ৩০ ১৫:৫৯:৩৬
কাসেম আলীর ফাঁসির রায় বহালে ষড়যন্ত্রের পরাজয় ও সত্যের জয় হয়েছে

স্টাফ রিপোর্টার : ডেথ ফ্যাক্টরি ও ষড়যন্ত্রের প্রতীক জামায়াত ইসলামের নেতা মানবতাবিরোধী অপরাধী মীর কাসেম আলীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ হওয়ায় মিথ্যা ও ষড়যন্ত্রের পরাজয় এবং সত্যের জয় হয়েছে বলে মনে করেন বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম (বোয়াফ)।

মঙ্গলবার সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক ব্লগার রফিকুল ইসলাম রাকিবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বোয়াফ প্রতিষ্ঠাতা কবীর চৌধুরী তন্ময় বলেন, রাজনৈতিক ও আর্থিক ক্ষেত্রে ধূর্ততার স্বাক্ষর বহনকারী এবং মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ বিতর্কিত করতে দেশি-বিদেশী ষড়যন্ত্রের মুল হোতা ও ডেথ ফ্যাক্টরির নির্মম হত্যাযজ্ঞ পরিচালনাকারী কুখ্যাত রাজাকার মীর কাসেম আলীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ হওয়ার মাধ্যমে ন্যায় বিচারের পাশাপাশি অর্থলগ্নির ষড়যন্ত্রের বিনাশ, মুক্তিযুদ্ধ ও বাঙালির সত্যের জয় নিশ্চিত হয়েছে।

তিনি আরও বলেন, কালো টাকা আর মিথ্যাচারের ষড়যন্ত্রে ব্যক্তি সাময়িক সুবিধা ভোগ করতে পারলেও শেষ বিচারে পরাজয় নিশ্চিত যা মানবতাবিরোধী অপরাধী মীর কাসেম আলীর ঘৃণ্য অপরাধের ন্যায্য বিচার ফাঁসির রায়ের মাধ্যমে আবারও প্রমাণীত হয়েছে এবং ভবিষ্যত প্রজন্মকে সকল ষড়যন্ত্র ও অপরাধ প্রবনতা থেকে বিরত রাখতে সহায়তা করবে।

ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি ও আলবদর সদস্য ঘৃণ্য অপরাধী মীর কাসেম আলীর অপরাধের প্রাপ্য শাস্তি মৃত্যুদন্ড রায় নিশ্চিত করার জন্যে প্রসিকিউশন, তদন্তকারী সংস্থা এবং মহামান্য আদালতসহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বোয়াফ সভাপতি কবীর চৌধুরী তন্ময় বলেন, যত দ্রুত সম্ভব ফাঁসির রায় কার্যকরের মাধ্যমে বাংলাদেশকে অভিশাপ থেকে মুক্ত করে মীর কাসেম আলীর মরদেহ পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক।

(কেসিটি/এএস/আগস্ট ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test