E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘শিগগিরই চালু করা হবে পল্লী রেশনিং কার্ড’

২০১৬ সেপ্টেম্বর ০১ ১৫:৫২:৫২
‘শিগগিরই চালু করা হবে পল্লী রেশনিং কার্ড’

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হতদরিদ্র, পঙ্গু ও প্রতিবন্ধীরা যাতে স্বল্পমূল‌্যে চাল কিনতে পারে, সেজন‌্য শিগগিরই পল্লী রেশনিং কার্ড চালু করা হবে।  

বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশের সীমান্ত ব‌্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আমরা খুব শিগগিরই পল্লী রেশনিং চালু করতে যাচ্ছি।

হতদরিদ্র, পঙ্গু, প্রতিবন্ধীদের জন্য এই ব্যবস্থা চালু করব। এই রেশন কার্ড যাদের হাতে থাকবে, তারা মাত্র ১০ টাকায় চাল কিনতে পারবে।

দরিদ্র জনগোষ্ঠির জন্য সরকারের খাদ্য কর্মসূচি- ভালনারেবল গ্রুপ ফিডিং বা ভিজিএফ কার্ড বাতিল করে ৫০ লাখ পরিবারকে পল্লী রেশনিং কার্ড দেওয়ার কথা কয়েক মাস আগে জানিয়েছিলেন খাদ‌্যমন্ত্রী কামরুল ইসলাম।

উদ্দেশ‌্য, এই কার্ডের মাধ্যমে পরিবারগুলোকে সুলভ মূল্যে চাল বা গম দেওয়া। গত শনিবার মন্ত্রী সেপ্টেম্বর থেকে দুঃস্থদের কাছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরুর কথা জানান।

পিলখানায় ওই অনুষ্ঠানে শেখ হাসিনা দেশে খাদ‌্য নিশ্চয়তা সৃষ্টিতে তার সরকারের সাফল‌্য তুলে ধরেন।

তিনি বলেন, আজকে দেশে খাদ্যাভাব নাই। আমরা খাদ্য নিশ্চায়তা সৃষ্টি করেছি। হতদরিদ্র এবং প্রতিবন্ধীদের বিনামূল্যে খাদ্য সরবরাহ করা হচ্ছে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০১, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test