E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জিকা শনাক্তে বিমানবন্দরে তদারকি জোরদার

২০১৬ সেপ্টেম্বর ০১ ১৬:২৮:১৭
জিকা শনাক্তে বিমানবন্দরে তদারকি জোরদার

স্টাফ রিপোর্টার : সিঙ্গাপুরে বাংলাদেশিদের জিকা ভাইরাসে সংক্রমণের খবরের পর মশাবাহিত এ রোগ শনাক্ত করতে বিমানবন্দরে তদারকি জোরদার করার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

ঢাকার একটি হোটেলে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের আলোচনা সভায় এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জিকা ভাইরাস শনাক্ত করতে বিমানবন্দরে স্ক্রিনিং জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টার পর থেকে স্ক্রিনিং ছাড়া কেউ দেশে ঢুকতে পারবেন না।

এজন্য সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।

এর আগে সিঙ্গাপুরে অন্তত ১০ বাংলাদেশির মশাবাহিত রোগে জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানায় হাই কমিশন।

সিঙ্গাপুরে বাংলাদেশের হাই কমিশনার মাহবুব উজ জামান দুপুরে বলেন, এ পর্যন্ত যাদের শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে, তাদের মধ‌্যে ১০ জন বাংলাদেশি রয়েছেন বলে সিঙ্গাপুরের স্বাস্থ‌্য মন্ত্রণালয় আমাদের জানিয়েছে।

এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত তারা ১১৫ জনের শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি পেয়েছে, যাদের বেশিরভাগই বিদেশ থেকে আসা নির্মাণ শ্রমিক। আক্রান্ত সবাই সিঙ্গাপুরের একই অঞ্চলের বাসিন্দা বা একই এলাকায় কাজ করেন।

গত বছর ব্রাজিল ও আশেপাশের দেশগুলোতে জিকার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর এ বছর ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জিকার কারণে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে।

এর পর জিকা ভাইরাস শনাক্ত করতে ও সংক্রমণ ঠেকাতে দেশের সব আন্তর্জাতিক প্রবেশদ্বারে চিকিৎসক দল নিয়োগ করা হয়। বিশেষ করে জিকা ভাইরাস স্ক্রিনিং মনিটর করতে শাহজালাল বিমানবন্দরে ওয়েব ক্যামেরা স্থাপন করার কথা জানায় সরকার।

এছাড়া দেশে কেউ মশাবাহিত জিকা ভাইরাসে আক্রান্ত হলে সরকার তার চিকিৎসার ভার নেবে বলেও তখন স্বাস্থ্যমন্ত্রী নিশ্চিত করেন।

এর তিন মাসের মাথায় সিঙ্গাপুরে প্রথম জিকা ভাইরাস আক্রান্ত রোগী করা শনাক্ত হয়। ৪৮ বছর বয়সী ওই ব‌্যক্তি ব্রাজিল ভ্রমণে গিয়ে ভাইরাসে আক্রান্ত হন।

গত শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক মালয়েশীয় নারীর সিঙ্গাপুরে এসে জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করলে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজেস কন্ট্রোল বলছে, সিঙ্গাপুরের জিকা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটায় শহরটিকে তারা গর্ভবতী নারীদের জন‌্য ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় যুক্ত করেছে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০১, ২০১৬)

পাঠকের মতামত:

২৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test