E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যখন যেখানে প্রয়োজন ব্যবস্থা’

২০১৬ সেপ্টেম্বর ০১ ১৭:৩৬:৩০
‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যখন যেখানে প্রয়োজন ব্যবস্থা’

স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যখন যেখানে প্রয়োজন, সেখানে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কী না- সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে কোনো পরিস্থতি মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি।

জাতীয় ঈদগাহে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মহানগরীর বিভিন্ন ঈদগাহ মাঠগুলোতেও স্বেচ্ছাসেবক কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জনগণের নিরাপত্তায় সব ব্যবস্থা গ্রহণ করেবে। রাজধানী জুড়ে ২১৫টি উদ্ধার টিম কাজ করবে এবং ১৫টি ওয়াস টাওয়ার বসানো হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গার্মেন্টস শ্রমিকদের ১০ সেপ্টেম্বরের মধ্যে বেতন দিয়ে পর্যায়ক্রমে ছুটি দিতে মালিকপক্ষকে বলা হয়েছে।

অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন এরিয়ার ২৩টি পশুর হাটে থাকবে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা।

সভায় পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার, কোস্টগার্ড, ফায়ারসার্ভিসের প্রধানরা কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া বিজিএমইএ, ট্যানার্স অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধরা উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০১, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test