E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘পাকিস্তানের অবস্থান ন্যক্কারজনক’

২০১৬ সেপ্টেম্বর ০৪ ১৫:১৫:৪৭
‘পাকিস্তানের অবস্থান ন্যক্কারজনক’

স্টাফ রিপোর্টার : সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরের পর পাকিস্তানের বিবৃতিকে ন্যক্কারজনক বলে ক্ষোভ প্রকাশ করেছেন।

রবিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তারা।

দীপু মনি বলেন, যুদ্ধাপরাধী বিচারের ইস্যুতে পাকিস্তান ন্যক্কারজনক ভূমিকা এর আগেও নিয়েছে, এবারও নিলো। এতে আবারও প্রমাণিত হলো যে, এরা যুদ্ধাপরাধী ছিলো, এরা দেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে।

যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশের মানুষের দাবি। আন্তর্জাতিক মান বজায় রেখেই বিচারকার্য সম্পন্ন হয়েছে। জিয়াউর রহমানের অবৈধ শাসনের কারণে বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি হয়েছিলো এই বিচারের মাধ্যমে তা দূর হয়েছে বলেও মন্তব্য করেন ডা. দীপু মনি।

আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, রাজাকার আল বদরদের ঘাড়ে এখনও পাকিস্তানের ভূত চেপে আছে। যুদ্ধাপরাধীরা কখনও জাতির কাছে ক্ষমা চায়নি। তারা এখনও নিজেদের পাকিস্তানিই মনে করে। তাই পাকিস্তানও তাদের পক্ষে অবস্থান নিয়েছে। বিএনপি জঙ্গিবাদকে রাজনৈতিক লক্ষ্য অর্জনে ব্যবহার করছে।

বৈঠক প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেন, আওয়ামী লীগের ২০তম সম্মেলনকে সফল করতে আজকের বৈঠক হয়েছে। গঠনতন্ত্রকে আরও আধুনিক করতে আমরা সুপারিশ করবো। কীভাবে দলীয়ভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে হবে তা নিয়েই আলোচনা হয়েছে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test