E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধুর সহযোগী এম আব্দুর রহিম আর নেই

২০১৬ সেপ্টেম্বর ০৪ ১৫:২২:৫১
বঙ্গবন্ধুর সহযোগী এম আব্দুর রহিম আর নেই

দিনাজপুর প্রতিনিধি : বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী সাবেক সংসদ সদস্য এবং বিচারপতি ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের বাবা এম আব্দুর রহিম আর নেই (ইন্নালিল্লাহি....রাজিউন)।

রবিবার বেলা ১১টার দিকে রাজধানীর ‍বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দিনাজপুর শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনাম উল্লাহ জেমী এ তথ্য নিশ্চিত করে জানান, এম আব্দুর রহিম দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

তিনি জানান, মরহুমের নামাজের জানাজা বিকেল ৩টায় হাইকোর্ট প্রাঙ্গণে ও পরে বিকেল ৫টায় জাতীয় সংসদ
ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

পরদিন সোমবার সকাল ১০টায় দিনাজপুর গোর-এ শহীদ-এ তৃতীয় নামাজে জানাজা ও নিজ গ্রাম দিনাজপুর সদর উপজেলার জালালপুর ঈদগাহ ময়দানে সর্বশেষ জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test