E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘টিআর-কাবিখা আর পণ্যে নয়, টাকায়’

২০১৬ সেপ্টেম্বর ০৪ ১৭:০৪:২৩
‘টিআর-কাবিখা আর পণ্যে নয়, টাকায়’

স্টাফ রিপোর্টার : টেস্ট রিলিফ (টিআর) এবং কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পে আর পণ্যে নয়, নগদ টাকায় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে গম ও চালের পরিবর্তে টিআর কাবিখা টাকায় দেয়া হবে।

রবিবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের এক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ত্রাণ ও দূযোর্গ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

খাদ্যমন্ত্রী জানান, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারাদেশে ৫০ লাখ পরিবারকে বছরে ৫ মাস ১০ টাকা দরে ৩০ কেজি চাল দেয়া হবে। এ কর্মসূচির মাধ্যমে বছরে সাড়ে ৭ লাখ মেট্রিকটন চাল বিতরণ করা হবে আর টিআর-কাবিখা প্রকল্পে বছরের প্রয়োজন হয় সাড়ে ৮ লাখ মেট্রিক টন চাল। খাদ্যবান্ধব কর্মসূচি সফল করতে এখন টিআর-কাবিখা আর পণ্য যাবে না, যাবে পণ্যের মূল্য সমপরিমাণ টাকা।

মন্ত্রী জানান, টিআর-কাবিখার গম বা চাল স্থানীয়ভাবে বিক্রি করতে হয়। টাকা গেলে এ জটিলতা থাকবে না।

টেস্ট রিলিফ (টিআর) এবং কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির মাধ্যমে স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়। এতে কাজের মজুরি হিসেবে চাল ও গম দেওয়া হয়। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত কাঠামো মেরামতের জন্য চালানো কাবিখা কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি ও গরিব মানুষের আয় বাড়ানো, দেশের সব এলাকায় খাদ্য সরবরাহের ভারসাম্য এনে দারিদ্র্য বিমোচনে ইতিবাচক প্রভাব সৃষ্টি।

টিআর কর্মসূচির অধীনে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান মেরামতের মাধ্যমে দুর্বল ও দরিদ্র জনগণের কর্মসংস্থান সৃষ্টির সঙ্গে জনগণের খাদ্য নিরাপত্তা বিধানে সহায়তা সরকারের লক্ষ্য।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test