E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘পর্যায়ক্রমে সব জেলায় পৌঁছাবে রেল’

২০১৬ সেপ্টেম্বর ০৮ ১৭:০১:৫৭
‘পর্যায়ক্রমে সব জেলায় পৌঁছাবে রেল’

স্টাফ রিপোর্টার : রেলমন্ত্রী মো. মজিবুল হক বলেছেন, পর্যায়ক্রমে দেশের সব জেলায় রেল পৌঁছাবে। বৃহস্পতিবার কমলাপুর রেল স্টেশনে নতুন আন্তঃনগর ট্রেন ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মোহনগঞ্জ এক্সপ্রেস ঢাকা-মোহনগঞ্জ-ঢাকা রুটে চলাচল করবে।

মন্ত্রী বলেন, রেলওয়ের উন্নয়নে অনেক প্রকল্প হাতে নিয়েছি। আশা করি পর্যায়ক্রমে দেশের সব জেলা রেলওয়ের নেটওয়ার্কে পৌঁছাবে। উন্নয়ন প্রকল্প হিসেবে ভাঙা থেকে যশোর, চট্রগ্রাম থেকে ক্সবাজার পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ এবং কর্ণফুলী নদীর ওপর বঙ্গবন্ধু প্যরেলাল ব্রিজ নির্মাণ করা হবে বলেও জানান তিনি।

মন্ত্রী আরো বলেন, বিএনপির আমলে রেল ছিল সবচেয়ে বেশি অবহেলিত। সে সময় রেলওয়ের উন্নয়ন, নতুন ট্রেন সংযোজনা করা হয়নি। কিন্তু শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর রেলের সার্বিক উন্নয়ন হচ্ছে। আমাদের লক্ষ্য রেলের মাধ্যমে জনগণকে সেবা দেওয়া। এই লক্ষ্যে আমারা নতুন রেল লাইন নির্মাণ, নতুন ট্রেন, বগি ও পুরনো লাইনের সংস্কারের কাজ করছি।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ের ডিজি আমজাদ হোসেন, রেলওয়ে পূর্বের মহাব্যবস্থাপক আব্দুল হাই, রেল মন্ত্রাণালয়ের সচিব মো. ফিরুজ সালাউদ্দিন, প্রধানমন্ত্রীর পিএস-১ সাজাদুল হাসান, যুব ও ক্রীড়া উপ-মন্ত্রী আরিফ খান জয় প্রমুখ।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test