E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘যেই হন উল্টো পথে গাড়ি চললেই মামলা’

২০১৬ সেপ্টেম্বর ০৯ ১৪:১৩:৪০
‘যেই হন উল্টো পথে গাড়ি চললেই মামলা’

গাজীপুর প্রতিনিধি : উল্টোপথে গাড়ি চললেই তার বিরুদ্ধে মামলা দেয়া হবে। পুলিশকে বলা হয়েছে উল্টো পথে যারাই যাবে তিনি মন্ত্রী, এমপি, ভিআইপি যেই হন না কেনো তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের মতোই ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের সারাব এলাকায় শেখ ফজিলাতুননেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতালের সামনে কালিয়াকৈর-নবীনগর সড়কে আন্ডারপাসের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ঘরমুখো মানুষদের স্বস্তি দিতে আমরা সব রকমের চেষ্টা করে যাচ্ছি। যানজট নিরসনে পুলিশের সঙ্গে রোভার স্কাউট, কমিউনিটি পুলিশ কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীও নিয়মিত এসবের খোঁজ খবর রাখছেন। আমাদের দেশে সবচেয়ে বড় সমস্য রাস্তাঘাটে শৃঙ্খলার অভাব। কারো ধর্য্য নেই। উল্টো সাইড দিয়ে গাড়ি নিয়ে চলে। এ কারণে মহাসড়কে যানজট আরো বেশি সৃষ্টি হয়। এবার ঈদে ঘরমুখো মানুষের যাত্রা পুরোপুরি স্বস্তিদায়ক করতে পারবো এমন আশ্বাস দিচ্ছি না। তবে সর্বাত্মক চেষ্টা করবো।

আন্ডারপাস নির্মাণে ব্যয় হয়েছে ৫ কোটি ৫০ লাখ ৯৩ হাজার ২১৭ টাকা। এর দৈর্ঘ ৩৪ মিটার ও প্রস্থ ৩.৫ মিটার। এর নির্মাণ কাজ শুরু হয় ২৬শে জানুয়ারি ২০১৬। আন্ডরপাসটি দিয়ে হাসপাতালের কর্মকর্তা কর্মচারী ও গার্মেন্টস শ্রমিকসহ সকলেই নিরাপদে চলাচল করতে পারবে বলেও মন্ত্রী জানান।

এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহাবউদ্দীন খান, ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও হাসপাতালেরর কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test