E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ট্যাম্পাকোয় অগ্নিকাণ্ড : এখনো নিখোঁজ ১০

২০১৬ সেপ্টেম্বর ১২ ২০:৪৭:০২
ট্যাম্পাকোয় অগ্নিকাণ্ড : এখনো নিখোঁজ ১০

স্টাফ রিপোর্টার : টঙ্গীর বিসিক শিল্প নগরীর প্যাকেজিং কারখানা ট্যাম্পাকো ফয়েলস থেকে উদ্ধার হওয়া মৃতদেহের আরেকটি শনাক্ত করা সম্ভব হয়েছে। এর ফলে নিখোঁজের সংখ্যা কমে দাঁড়ালো ১০-এ।

ট্যাম্পাকো কারখানায় শনিবার রাতে আগুন লাগে এবং ওই কারখানার ভবনটি ধসে পড়ে। এতে এখনো পর্যন্ত ৩৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শনাক্ত হওয়া ব্যক্তির হলেন রাজেশ (২২)। তার বাড়ি টঙ্গীর আমতলা বস্তিতে। তিনি দীলিপ ডোমের ছেলে। দূর্ঘটনা কবলিত ওই কারখানায় তিনি পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন।

কারখানার পাশে জেলা প্রশাসন স্থাপিত কন্ট্রোল রুম থেকে সোমবার সন্ধ্যায় এ তথ্য জানা গেছে।

এর আগে রোববার ১১ জন নিখোঁজ থাকার তথ্য জানানো হয়। সোমবার সকালে আরেকজন যোগ হওয়ায় নিখোঁজের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ জনে।

পরে দুপুর আড়াইটার দিকে ইসমাইল হোসেন (৪৫) নামে নিখোঁজ এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। কারখানার প্রিন্টিং অপারেটর ইসমাইল সিরাজগঞ্জের শাহাজাদপুর থানার জিগার বাড়িয়া গ্রামের মমতাজ আলীর ছেলে।

নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, নিখোঁজ ব্যক্তিরা হলেন- মাগুরা সদরের চনপুর ইগরন গ্রামের আব্দুস ছালেক মোল্লার ছেলে কাজিম উদ্দিন (৩৬, সহকারী অপারেটর), টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উকলমি গ্রামের আবুল হোসেনের ছেলে জহিরুল ইসলাম (৩৭, সহকারী অপারেটর), গাজীপুরের টঙ্গীর আমতলী বস্তিনগর গ্রামের রাজেশ বাবু (২২, পরিচ্ছন্নকর্মী), লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার শিবপুরের আবু তাহেরের ছেলে রিয়াদ হোসেন মুরাদ (হেলপার), সিরাজগঞ্জের শাহাজাদপুর থানার জিগার বাড়িয়া গ্রামের সুলতান গাজীর ছেলে আনিসুর রহমান (৩০), কিশোরগঞ্জের হোসেনপুর থানার মেসেরা গ্রামের আব্বাস আলীর ছেলে রফিকুল ইসলাম (৪০, ফ্লোর হেলপার), চাঁদপুরের কচুয়া উপজেলার পলাখান গ্রামে ইউসুফ পাটোয়ারির ছেলে নাসির পাটোয়ারি (সিনিয়র অপারেটর), কুমিল্লার মুরাদনগর উপজেলার টনকি গ্রামের তোফায়েল হোসেনের ছেলে মাসুম আহমেদ (৩০), ফরিদপুরের বোয়ালমারী থানার ভিমনগর গ্রামের মোজাম মোল্লার ছেলে চুন্নু মোল্লা (২১, মেশিন অপারেটর), সিলেটের গোলাপগঞ্জ থানার দক্ষিণ ফানিশাইল গ্রামের আবদুল করিমের ছেলে রেদোয়ান আহমেদ (শ্রমিক) ও সিলেটের বিয়ানী বাজার উপজেলার আলীনগর গ্রামের তুমিজ উদ্দিনের ছেলে জয়নুল ইসলাম (শ্রমিক)।

(ওএস/অ/সেপ্টেম্বর ১২, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test