E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রমথ চৌধুরীর পৈত্রিক নিবাস বেদখল

২০১৬ সেপ্টেম্বর ২০ ১৭:১২:০৯
প্রমথ চৌধুরীর পৈত্রিক নিবাস বেদখল

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : বাংলা সাহিত্যে চলিত গদ্য রীতির প্রবর্তক প্রমথ চৌধুরীর বেদখল হওয়া পৈত্রিক নিবাস পরিদর্শন করেছেন পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো।

মঙ্গলবার সকাল ১১ টায় লেখকের স্মৃতি বিজরিত পৈত্রিক বাড়ি পাবনার চাটমোহর উপজেলার হরিপুরে তিনি কিছুটা সময় কাটান। ভগ্নদশায় পতিত মন্দির, পুকুরঘাট, প্রায় বিলুপ্ত স্মৃতি চিহ্ন গুলো ঘুরে ঘুরে দেখেন তিনি। অবৈধ দখলদার ও প্রভাবশালী কর্তৃক লেখকের স্মৃতি চিহ্ন প্রায় নিঃশেষ হতে দেখে তিনি হতবাক ও আবেগাপ্লুত হয়ে যান।

দুপুরে হরিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আইন শৃঙ্খলা সন্ত্রাস ও নাশকতা এবং জঙ্গীবাদ বিরোধী এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সাহিত্যিক প্রমথ চৌধুরীর বেদখল হওয়া পৈত্রিক নিবাস অবৈধ দখলদার মুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। উপস্থিত শত শত মানুষ করতালি দিয়ে জেলা প্রশাসককে স্বাগত জানান এবং সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।

এসময় চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লা, ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম, দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি ও সাপ্তাহিক অনাবিল সম্পাদক প্রভাষক ইকবাল কবীর, সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল মমিন সরকার, শামসুজ্জোহা, অধ্যক্ষ আলী হায়দার সরদার, অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন মিঞা, হরিপুর ইউপি মো.মকবুল হোসেন, প্রধান শিক্ষক তাপস রঞ্জন তলাপাত্র প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক প্রমথ চৌধুরীর হরিপুরের পৈত্রিক নিবাস দীর্ঘদিন যাবত প্রায় ১৬ টি পরিবার অবৈধ ভাবে দখল করে পাকা ও কাচা ঘরবাড়ি তৈরী করেছে। দখলকারীরা বিখ্যাত এ লেখকের স্মৃতি চিহ্ন গুলো দিন দিন ধ্বংস করছে। লেখকের স্মৃতি সংরক্ষণে ২০১৪ সালে চাটমোহরে প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদ গঠন করে এলাকাবাসী। তারা দীর্ঘ দিন যাবত এ বাড়িটি অবৈধ দখলমুক্ত করতে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি বছরে পূর্নাঙ্গ কমিটি গঠন করে লেখকের হরিপুরের পৈত্রিক নিবাস ও স্থাবর অস্থাবর সম্পত্তি অবৈধ দখলদার মুক্ত করার জন্য গত ০৮ সেপ্টেম্বর পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালোর নিকট আবেদন পত্র দাখিল করেছেন।

প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি প্রভাষক ইকবাল কবীর ও সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল মমিন সরকার লেখকের এ পৈত্রিক নিবাস অতি সত্ত্বর অবৈধ দখলমুক্ত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন এবং চাটমোহরের হরিপুরে প্রমথ চৌধুরী বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবী জানিয়েছেন।

(এসএইচএম/এএস/সেপ্টেম্বর ২০, ২০১৬)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test