E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সাক্ষাৎ

২০১৬ সেপ্টেম্বর ২১ ১১:০০:৫৩
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সাক্ষাৎ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ড. জং ইয়ং কিমের সঙ্গে বৈঠক করেছেন । মঙ্গলবার  অধিবেশনের সাইডলাইনে বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠকের ধারাবাহিকতায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিশ্বব্যাংক প্রধান এসময় বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন। তিনি নারী উন্নয়ন ও দারিদ্র বিমোচনে বাংলাদেশের অগ্রগতিকে বিস্ময়কর বলেও মত দেন বিশ্বব্যাংক প্রধান।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের কাছে ব্রিফিংয়ে এ কথা জানান।

তিনি জানান, বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বলেছেন, তার সংস্থা বাংলাদেশের সঙ্গে সহযোগিতার সম্পর্ক অব্যাহত রাখবে।

আগামী মাসে বিশ্বব্যাংক প্রধান বাংলাদেশ সফরে আসবেন বলেও বৈঠকে জানিয়েছেন তিনি।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোনও আন্তর্জাতিক সংস্থা যখনই দেশে কোনও ধরনের উন্নয়ন কর্মসূচি নেবে তখন সরকারের সঙ্গে আলোচনা করা প্রয়োজন। বিশেষ করে নদী খনন কর্মসূচির ওপর জোর দেন শেখ হাসিনা।

তিনি বলেন, আমরা আমাদের প্রয়োজন বুঝি.. সরকারের সঙ্গে আলোচনা করে যখন কোনও প্রকল্প বা পরিকল্পনা নেওয়া হবে তখন তা বাংলাদেশের জন্য উপযোগী হবে।

সরকারের বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরে শেখ হাসিনা বলেন, সরকার এখন জ্বালানি ও নদী খনন বিষয়ে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে।

প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদ ও সংশ্লিষ্ট সচিবরা এই বৈঠকে উপস্থিত ছিলেন।

এর আগে ১৯ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরে কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া জ্যানেট স্কটল্যান্ড এবং মায়ানমারের স্টেট কাউন্সিলর সুকির সঙ্গেও পৃথক বৈঠক করেন শেখ হাসিনা।

এছাড়াও তিনি জাতিসংঘ সাধারণ অধিবেশনে অভিবাসন ও শরণার্থী বিষয়ক একটি প্লেনারি সেশনে বক্তৃতা করেন।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী। আগামীকাল বুধবার সাধারণ অধিবেশনের মূল পর্বে সাধারণ বিতর্কে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২১, ২০১৬)

পাঠকের মতামত:

২৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test