E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেশে ফিরেছেন ধর্মমন্ত্রী

২০১৬ সেপ্টেম্বর ২১ ১১:০৫:২০
দেশে ফিরেছেন ধর্মমন্ত্রী

নিউজ ডেস্ক : পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। সৌদি আরবে বাংলাদেশের হজ ব্যবস্থাপনার সার্বিক কার্যক্রম তদারকির কাজ শেষ করে মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-৪০১৮ ফ্লাইট যোগে তিনি হজরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে অবতরণ করেন।

এর আগে, সৌদি আরবের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি জেদ্দা কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্যাগ করেন। তার সঙ্গে দেশে ফিরেন ১৩ সদস্যের একটি দল।

জেদ্দা বিমানবন্দরে ধর্মমন্ত্রীকে বিদায় জানান বাংলাদেশ হজ অফিস, জেদ্দার কাউন্সেলর হজ মো. মাকসুদুর রহমান, কনসাল হজ মো. জহিরুল ইসলাম ও জেদ্দার মৌসুমি সহকারী হজ অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন।

এদিকে, হজ প্রশাসনিক দলের দলনেতা ধর্ম সচিব মো. আব্দুল জলিল মদিনার হজ ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করার জন্য মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টায় মক্কা থেকে মদিনা আল-মুনাওয়ারার উদ্দেশে যাত্রা করেন।

মক্কা থেকে প্রকাশিত হজ ম্যানেজমেন্ট পোর্টাল প্রকাশিত হজ বুলেটিন সূত্রে জানা যায়, ২০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৩ হাজার ১৩১ জন হাজি দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ১৩টি ও সৌদি এয়ারলাইন্সের ২৫টি ফ্লাইটে এই সকল যাত্রী পরিবহন করা হয়।

উল্লেখ্য, চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ১ হাজার ৮২৫ জন হজ করেছেন।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২১, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test