E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘প্রধানমন্ত্রী বেঁচে থাকলে বেঁচে থাকবে বাংলাদেশ’

২০১৬ সেপ্টেম্বর ২৭ ১৪:১৭:৪৪
‘প্রধানমন্ত্রী বেঁচে থাকলে বেঁচে থাকবে বাংলাদেশ’

স্টাফ রিপোর্টার : রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন, ‘প্রধানমন্ত্রী বেঁচে থাকলে বেঁচে থাকবে বাংলাদেশ। অব্যাহত থাকবে দেশের প্রগতি ও শোষণ মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার।’

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তাঁতী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রেলমন্ত্রী বলেন, তিনি দেশ ও মানুষের প্রতি যে অঙ্গীকার ব্যক্ত করেছিলেন তা অক্ষরে অক্ষরে পালন করে চলেছেন। দেশের সার্বিক উন্নয়নে শেখ হাসিনার অবদান তা বলে শেষ করা যাবে না।

রেলমন্ত্রী আরো বলেন, জঙ্গিবাদে নির্মূলে শেখ হাসিনা বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে আছেন। বর্ণাঢ্য কর্মময় জীবনের স্বীকৃতি স্বরূপ তিনি যে আন্তর্জাতিক সম্মাননা ও পুরস্কার পয়েছেন সেটাই প্রমাণ করে বিশ্বে তার অবস্থান।’

সংগঠনের আহ্বায়ক এনাজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

সভায় আরো বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ডা. এমএ আজীজসহ তাঁতী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে ৭০ তম জন্মদিনের কেক কাটা হয় এবং শিল্পকলা থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

প্রসঙ্গত, শেখ হাসিনার জন্মদিন ২৮ সেপ্টেম্বর, একদিন আগে তা উদযাপন করে তাঁতী লীগ।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test