E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘দুর্গাপূজায় ৩ স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা’

২০১৬ সেপ্টেম্বর ২৭ ১৬:৪৭:২০
‘দুর্গাপূজায় ৩ স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা’

স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ৩ স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। প্রতিমা তৈরি, স্থাপন এবং বিসর্জন পর্যন্ত নিরাপত্তা জোরদার করা হবে।

মঙ্গলবার সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। এর আগে পূজা উদযাপন কমিটি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, বৈঠকে দীর্ঘ আলোচনা হয়েছে। আনসার ও পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকার পাশাপাশি পূজা উদযাপন কমিটির প্রস্তুতকৃত স্বেচ্ছাসেবক বাহিনী কাজ করবে। বিজিবি প্রস্তুত থাকবে, প্রয়োজনে তাদেরও ব্যবহার করা হবে। আমরা আশা করি, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন হবে।

তিনি বলেন, উৎসবে যেন রাস্তায় যানজট সৃষ্টি না হয় সেজন্য ট্রাফিক পুলিশ কাজ করবে।

তিনি আরো বলেন, একই সময়ে মুসলিম ধর্মের শিয়া গোষ্ঠীর মহররম অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দুটি ধর্মীয় অনুষ্ঠান থাকায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্যও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সজাগ থাকতে হবে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test