E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ক্ষমতায় গেলে প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করবো’

২০১৬ অক্টোবর ০২ ১০:৪৮:৩৫
‘ক্ষমতায় গেলে প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করবো’

সিলেট প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ক্ষমতায় গেলে আমি প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করবো। সিলেট হবে জালালাবাদ প্রদেশের রাজধানী।

শনিবার বিকেলে সিলেট রেজিস্ট্রারি মাঠে জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এ কথা বলেন।

তিনি বলেন, বৃহত্তর সিলেটের সকল উন্নয়ন আমি করেছি। সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দর, মেডিকেল কলেজ হাসপাতাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুরমা নদীর উপর শাহজালাল সেতু করেছি, সিলেটের একটি জেলাকে চারটি জেলায় উন্নীত করেছি। আমার সময়ে সিলেটে হাইকোর্টের বেঞ্চ চালু করেছিলাম। পরে তা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি ক্ষমতায় গেলে আবার তা চালু হবে।

একই অনুষ্ঠানে সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ বলেন, সিলেটে বাবা শাহজালাল ও শাহপরাণ (রহ.) মাজার রয়েছে। আমাদের পার্টির চেয়ারম্যান সিলেটকে ভালোবাসেন। তাই জাতীয় পার্টির সকল কাজের যাত্রা শুরু হয় সিলেট থেকে।

তিনি বলেন, বিশেষ একটি মুহূর্তে, বিশেষ একটি সময়ে দেশের মানুষের কল্যাণে জাতীয় পার্টির জন্ম হয়েছিল। মাটি ও মানুষের সমন্বয়ে পার্টি গঠিত হয়েছিল। দলের প্রতীক লাঙ্গল ও মাঠি ও মানুষের প্রতীক। প্রত্যেকটি ঘরে লাঙ্গল আছে। জাতীয় পার্টি যখন ক্ষমতায় ছিল তখন যে, উন্নয়ন করেছিল এখন পর্যন্ত কোনো সরকার তার উপরে উঠতে পারেনি। তাই এখন সময় এসেছে, আপনারা আবার লাঙ্গল নিয়ে ঝাপিয়ে পড়েন।

বিরোধী দলীয় নেতা বলেন, এক সময়ে সিলেট থেকে জাতীয় পার্টির ৮ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এখন দেশের জনগণের প্রয়োজনে আবারও জেগেছে জাতীয় পার্টি। আবারও আপনারা জাতীয় পার্টিকে নির্বাচিত করুন।

বক্তব্যের শেষ প্রান্তে এসে রওশন এরশাদ ‘নতুন বাংলাদেশ গড়ব মোরা, নতুন করে আজ শপথ নিলাম’ দলীয় গানটি গেয়ে বক্তব্য শেষ করেন। এরপর এরশাদের বক্তব্যের আগেই তিনি জরুরি প্রয়োজনে ঢাকার উদ্দেশ্যে হেলিকাপ্টার যোগে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

(ওএস/এএস/অক্টোবর ০২, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test