E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ঢাকা-কুমিল্লা-চট্টগ্রাম রেলপথে বুলেট ট্রেন চালু হবে’

২০১৬ অক্টোবর ০৮ ১৮:৫০:০৯
‘ঢাকা-কুমিল্লা-চট্টগ্রাম রেলপথে বুলেট ট্রেন চালু হবে’

কুমিল্লা প্রতিনিধি : রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, আওয়ামী লীগ সরকার রেলের উন্নয়ন করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ক্রমান্বয়ে দেশের প্রতিটি জেলা রেলপথের আওতায় আনা হবে। এছাড়াও ঢাকা-কুমিল্লা-চট্টগ্রাম রেলপথে দ্রুত গতির বুলেট ট্রেন চালু করা হবে।

মন্ত্রী শনিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আমানগন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত জোট রেলের উন্নয়ন না করলেও রেলে আগুন দিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।

তিনি বলেন, জঙ্গিবাদ নির্মূলে সরকার কঠোর পদক্ষেপ হাতে নিয়ে কাজ করে যাচ্ছে। দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত রাখা হবে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ভূইয়ার সভাপতিত্বে ওই সমাবেশে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক আলহাজ মো. ওমর ফারুক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, তথ্য-গবেষণা বিষয়ক সম্পাদক আলী হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবহান ভূঁইয়া হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, কুমিল্লা দক্ষিণ জেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল খায়ের, চৌদ্দগ্রাম উপজেলা আ.লীগ নেতা কাজী শাহ আলম বাঙালি, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, আওয়ামী লীগ নেতা জিএম মীর হোসেন মীরু, আকতার হোসেন পাটোয়ারী, ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, জিএম জাহিদ হোসেন টিপু, মো. মোশারেফ হোসেন, কাজী জাফর আহমেদ, ছাত্রলীগ নেতা আবু তৈয়ব অপি, লোকমান হোসেন রুবেল প্রমুখ।

(ওএস/এএস/অক্টোবর ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test