E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘যারা ধর্ম নিয়ে রজনীতি করে, তাদের কোন ধর্ম নেই’

২০১৬ অক্টোবর ১১ ১৬:৪৯:৩৮
‘যারা ধর্ম নিয়ে রজনীতি করে, তাদের কোন ধর্ম নেই’

শেরপুর প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ বিশ্বাস করে এবং মানে, ধর্ম যার যার উৎসব সবার। আর তাইতো বঙ্গবন্ধুর গড়া আওয়ামী লীগ কোন ধর্ম নিয়ে রাজনীতি করে না এবং ধর্ম নিয়ে কেউ রাজনীতি করুক তা চায় না। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, তাদের কোন ধর্ম নেই। তারা কোন ধর্মের বা জাতির হতে পারে না। নিজ নির্বাচনী এলাকা শেরপুরের নকলা ও নালিতাবাড়ী উপজেলায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন।

এ সময় তিনি বলেন, ১১ অক্টোবর মঙ্গলবার দুপুরে নালিতাবাড়ী উপজেলা সদরে গোপাল জিউর মন্দিরে বিজয়া দশমী উপলক্ষে পূজা উদযাপন পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এসময় তিনি বলেন, সম্প্রদায়ে-সম্প্রদায়ে, ধর্মে-ধর্মে হানাহানি-খুনাখুনির চিহ্নমাত্র যেন বাংলাদেশে না থাকে, সেটা শেখ হাসিনা নিশ্চিত করতে সক্ষম হয়েছেন। মসজিদ-মন্দির-গীর্জা-প্যাগোডা সব জায়গায় একটা অস্থিরতা সৃষ্টির কম চেষ্টা করা হয়নি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর হস্তে সেটা দমন করতে সক্ষম হয়েছেন। প্রধানমন্ত্রী যেখানেই যাচ্ছেন সেখানেই সম্মান পাচ্ছেন। ধরিত্রীতে এত হানাহানি-খুনাখুনি স্বত্ত্বেও তিনি প্রথম সারিতে প্রথম হয়ে আছেন। ‘চ্যাম্পিয়ন অব দি আর্থ’ পুরস্কার নিতে গিয়ে প্রধানমন্ত্রী হানাহানির বিরুদ্ধে কথা বলেছেন, অভিবাসীদের পক্ষে কথা বলেছেন, নারীমুক্তির কথা বলেছেন। দুর্গাতো নারী মুক্তিরই একটি প্রতিচ্ছবি।

এসময় শেরপুরের জলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মো. মেহেদুল করিম, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট আব্দুল হালিম, খামার বাড়ির উপ-পরিচালক আশরাফ উদ্দিন সহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী নকলা উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।

(এইচবি/এএস/অক্টোবর ১১, ২০১৬)




পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test