E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সাঁওতালদের উচ্ছেদ অন্যায় হয়েছে’

২০১৬ নভেম্বর ১৬ ১৫:১৪:৩০
‘সাঁওতালদের উচ্ছেদ অন্যায় হয়েছে’

রংপুর প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, সাঁওতালদের উচ্ছেদ করে অন্যায় করা হয়েছে। তাদের প্রতি এ ধরনের আচরণ করা ঠিক হয়নি। 

বুধবার দুপুরে রংপুরে তার পল্লী নিবাস বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।

নাসিরনগরের ঘটনা প্রসঙ্গে এরশাদ বলেন, এ সব ঘটনা দেশের জন্য দুঃখজনক। সংখ্যালঘুদের ওপর হামলার কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তাই সরকারের এ সব ঘটনা দমন করা উচিত।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এখানে জাতীয় পার্টির শক্তিশালী প্রার্থী নেই। তাই এখন পর্যন্ত নারায়ণগঞ্জে প্রার্থী দেওয়ার কোনো চিন্তা করছি না।

বিএনপির উদ্দেশে এরশাদ বলেন, ‘বিএনপি সরকারের আমলে আমাকে মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে। আমাকে জেলে রেখে নির্যাতন করা হয়েছে। আমি এখন অপেক্ষা করছি- বিএনপির নেতারা কবে জেলে যাবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য হাবিবর রহমান, কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান, মহানগর জাপার আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব ইয়াসির আহমেদ প্রমুখ।

(ওএস/এএস/নভেম্বর ১৬, ২০১৬)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test