E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘জনগণের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে’

২০১৬ নভেম্বর ১৯ ১৭:৪৮:৩৯
‘জনগণের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে’

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : আ’লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, জনগণের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। জাতীয় নির্বাচনের আর মাত্র দুই বছর বাকী।আগামী নির্বাচনে আ’লীগকে বিজয়ী করতে না পারলে সব উন্নয়ন ও অর্জন বৃথা যাবে। সে দিকে খেয়াল রেখে এখন থেকেই দলের নেতাকর্মীদেরকে জনগণের দ্বারে দ্বারে যাওয়ার আহবান জানান তিনি। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন ভালো  আচরনের মাধ্যমে সাধারন মানুষের মন জয় করতে হবে।

শনিবার লাকসাম বাইপাস সড়কে উপজেলা আ’লীগের আয়োজনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বিলবোর্ড আর পোষ্টার দিয়ে বেশি দিন রাজনীতি করা যায় না। এ জন্য জনগণকে পাশে রাখা প্রয়োজন। তবেই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের সোনালী ফসল ঘরে তুলতে পারবেন।

পথসভায় মন্ত্রীর সফরসঙ্গি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, পাট ও বস্ত্রমন্ত্রী মির্জা আজম এমপি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, খালেদ মাহমুদ,অসিম কুমার উকিল এমপি।

স্থানীয় সংসদ সদস্য ও বিদ্যুৎ,জ্বালানী, খনিজ সম্পদ মন্ত্রণালয় সর্ম্পর্কীত স্থায়ী কমিটির সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. ইউনুছ ভূঁইয়া, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা আ’লীগের যুগ্ম-আহবায়ক মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, দক্ষিণ জেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এড. আবু তাহের, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এড. রফিকুল ইসলাম হিরাসহ স্থানীয় আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। প্রধান অতিথি সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি সহ সফর সঙ্গিদেরকে লাকসাম উপজেলা নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

(সিএস/এএস/নভেম্বর ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test