E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাদেশ এখন আত্মনির্ভরশীল

২০১৬ নভেম্বর ২৪ ১৬:৪১:২৫
বাংলাদেশ এখন আত্মনির্ভরশীল

চট্টগ্রাম প্রতিনিধি : বাংলাদেশ এক সময় বিদেশি ঋণের উপর নির্ভরশীল ছিল মন্তব্য করে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, বাংলাদেশ এখন আর ঋণের জন্য কারও দিকে চেয়ে থাকে না। কারণ বাংলাদেশ এখন আত্মনির্ভরশীল।

বৃহস্পতিবার দুপুরে নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এক সময় বাংলাদেশ সরকার ঋণের পরিমাণ বাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেন। কিন্তু সেই অবস্থা এখন নেই।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের অর্থনীতির ভিত অনেক মজবুত হয়েছে। অর্থনীতির আকার বেড়েছে বহুগুণ। ফলে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

২০১৫-২০১৬ অর্থ বছরে সেরা করদাতাদের সম্মাননা প্রদান ও আয়কর সপ্তাহের উদ্বোধন উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রাম আয়কর প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ৪ ক্যাটাগরিতে ৪১জন সেরা করদাতাকে সম্মাননা সনদ ও ক্রেস্ট দেওয়া হয়।

করদাতাদের সম্মাননা জানানোর কারণে আয়কর প্রদানে উৎসাহিত হচ্ছেন উল্লেখ করে প্রধান অতিথি সেরা করদাতাদের উদ্দেশ্যে বলেন, আপনারা পুরস্কার পাওয়ার জন্য আয়কর দেননি। আয়কর দিয়ে দায়িত্বশীল নাগরিকের পরিচয় দিয়েছেন।

জনগণের করের টাকায় দেশের অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকার আপনাদের দেওয়া টাকা দেশের উন্নয়নে খরচ করছে। তাই আপনারাও দেশের উন্নয়নের অংশিদার।

পাকিস্তান সরকার এখান থেকে সম্পদ নিয়ে গেলেও কোন ধরনের অবকাঠামো উন্নয়ন করেনি মন্তব্য করে তিনি বলেন, বর্তমান সরকারের আমলে সারা দেশে একযোগে উন্নয়ন হচ্ছে। বিগত সরকারের আমলে এভাবে উন্নয়ন হয়নি। কোন কোন অঞ্চলে হয়তো বিচ্ছিন্নভাবে হয়েছে।

কর আপিল অঞ্চলের কমিশনার মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বারের সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি মাহবুব চৌধুরী, চট্টগ্রাম মহিলা চেম্বারের সভাপতি কামরুন মালেক, কর অঞ্চল-১ এর কমিশনার মো.নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

(ওএস/এএস/নভেম্বর ২৪, ২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test