E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ভূয়া মুক্তিযোদ্ধা বাদ দিয়ে তালিকা ডিজিটাল করা হবে’

২০১৭ জানুয়ারি ২১ ১৭:০৫:০০
‘ভূয়া মুক্তিযোদ্ধা বাদ দিয়ে তালিকা ডিজিটাল করা হবে’

মাদারীপুর প্রতিনিধি : নৌপরিবহণন্ত্রী শাজাহান খান বলেছেন, বিভিন্ন সময়ে প্রায় এক লাখ অমুক্তিযোদ্ধা তালিকাভূক্ত হয়েছে। এখন তাদের বাদ দিয়ে ডিজিটাল সনদপত্র তৈরি করে দেয়া হবে। এতে করে নতুন আর ভূয়া মুক্তিযোদ্ধা হওয়ার সম্ভবনা থাকবে না।’

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পরে বিভিন্ন সময়ে অনেক অমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা হয়েছে। এগুলো বেড়ে প্রায় এক লক্ষ ছাড়িয়েছে। এখন সময় এসেছে, ভূয়াদের সনাক্ত করার। সেই যাচাই-বাছাই এখন থেকে শুরু হয়েছে। আমরা চেষ্টা করবো, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, তাদেরই ডিজিটাল সনদপত্র দেয়ার। এতে করে আর ভূয়া মুক্তিযোদ্ধা সৃষ্টি হতে পারবে না।’

শনিবার সকালে একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ও আলোড়ন’৯২ ব্যাচের সহযোগিতায় আচমত আলী খান মুক্তিযোদ্ধা সংসদের মিলনায়তনে দুঃস্থ্য, গরীব ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে নৌমন্ত্রী শাজাহান খান এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক কাজী আশিকুর হোসেন অপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. কালাম উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, মুক্তিযোদ্ধা চৌধুরী নুরুল আলম বাবু চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান হাওলাদার প্রমুখ।

(এএসএ/এএস/জানুয়ারি ২১, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test