E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন সহসাই আলোর মুখ দেখবে’

২০১৭ ফেব্রুয়ারি ১১ ১৫:৪১:৫৭
‘সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন সহসাই আলোর মুখ দেখবে’

নড়াইল প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাগর-রুনি দম্পতির হত্যা মামলার তদন্ত প্রতিবেদন সহসাই আলোর মুখ দেখবে। হত্যাকান্ডে র‌্যাব দু’জনের ডিএনএ’র অস্তিত্ব পেয়েছিল। সেইগুলো বিভিন্ন জায়গায় ম্যাচিং করার চেষ্টা চলছে।

শনিবার দুপুর ১টার দিকে নড়াইলের নড়াগাতি থানার অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আদালত ২১ মার্চ পরবর্তী তারিখ ধার্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী চেষ্টা চলছে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল খুলনা রেঞ্জের ১০ জেলার উধ্বর্তন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান বিপিএম, র‌্যাব-৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি একরামুল হাবীব, নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামসহ উধ্বর্তন পুলিশ কর্মকর্তারা।

এদিকে, ভিক্ষুকমুক্ত খুলনা বিভাগ গড়ার লক্ষ্যে খুলনা রেঞ্জের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের একদিনের বেতনের ৫৮ লাখ ১২ হাজার ২০৯ টাকার চেক বিভাগীয় কমিশনার আবদুস সামাদের নিকট হস্তান্তর করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, সংরক্ষিত সংসদ সদস্য রোকসানা ইয়াসমিন ছুটি, নড়াইলের জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ প্রমুখ।

জানা যায়, নড়াইল জেলা দেশের প্রথম ভিক্ষুকমুক্ত জেলা হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছে। নড়াইলের ৭৯৮জন ভিক্ষুকের কেউ আর ভিক্ষা করেন না। এর মধ্যে ২০জন দৃষ্টিহীন, দু’জন বধির ও দু’জন বোবাসহ বিভিন্ন পর্যায়ের ৩৯জন প্রতিবন্ধীব্যক্তি আছেন। সব মিলিয়ে ৭৯৮জন ভিক্ষুকের হাত এখন কর্মীর হাতে পরিণত হয়েছে।

পরে মন্ত্রী নড়াইলের কালিয়া থানার নবনির্মিত ভবন উদ্বোধন করেন।

(টিএআর/এএস/ফেব্রুয়ারি ১১, ২০১৭)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test