E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ছাত্রসমাজকে জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

২০১৭ ফেব্রুয়ারি ১১ ১৬:৪৮:১৬
ছাত্রসমাজকে জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. ছাত্রসমাজকে মাদক, জঙ্গিবাদ ও অস্ত্রবাজদের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহব্বান জানিয়েছেন। মন্ত্রী বলেন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে এদেশের ছাত্রসমাজের ভূমিকার ন্যায় বর্তমান ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শনিবার ঈশ্বরদী সরকারি কলেজ প্রাঙ্গণে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী শামসুর রহমান শরীফ আরো বলেন, জঙ্গিবাদ ও মাদক উন্নয়নের প্রধান অন্তরায়।

মন্ত্রী শরীফ ছাত্রছাত্রীদের সদ আচরণের এবং সম্মিলিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করার পরামর্শ দেন। মন্ত্রী বলেন, ভূমি দস্যুরা বিভিন্ন ভূয়া কাগজপত্র তৈরি করে সরকারি বেসরকারি জমি দখল করে নিচ্ছে। জননেত্রী শেখ হাসিনার সরকার ভূমি দস্যুদের অবৈধভাবে জমি দখলে রাখার সুযোগ দিবে না। কলেজের দখলে থাকা ভূমি যার অধীনেই থাকুক সরকার অধিগ্রহণ করে জনস্বার্থে কাজে লাগাতে পারে।

তিনি স্বেচ্ছায় জনস্বার্থে কলেজের অধীনে থাকা জমি ছেড়ে দেওয়ার আহ্বান জানান।
ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন পাবনা পুলিশ সুপার জিহাদুল কবীর, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু । এসময় কলেজের উপাধ্যক্ষ মুহাম্মদ আব্দুল জলিল, ঈশ্বরদী থানা অফিসার ইনচার্জ আ. হাই তালুকদার, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, যুবলীগ নেতা আলাউদ্দিন বিপ্লবসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী এসময় উপস্থিত ছিলেন। পরে তিনি বিজয়ী ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এর আগে সকালে মন্ত্রী কালিকাপুর আবদুল জব্বার খান স্মৃতি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নবনির্মত শহীদ মিনার উদ্বোধন করেন। পরে বিকালে মন্ত্রী জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ ঈশ্বরদী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০১৭ এর উদ্বোধন ঘোষণা করেন। মন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু এবং জননেত্রী শেখ হাসিনার আদর্শের সংগঠনে গতিশীল নেতৃত্ব গঠনের আহ্বান জানান।

(এসকেকে/এএস/ফেব্রুয়ারি ১১, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test