E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নির্ধারিত সময়ের মধ্যে এসডিজি বাস্তবায়নঃ পরিকল্পনামন্ত্রী

২০১৭ ফেব্রুয়ারি ২০ ১০:১৪:৪৯
নির্ধারিত সময়ের মধ্যে এসডিজি বাস্তবায়নঃ পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্কঃ ২০৩০ সালের আগেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১৭টি লক্ষ্যের মধ্যে ১৬টি লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ সক্ষম হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্মিলিতভাবে মোকাবিলা করার আহবা্ন জানিয়ে মন্ত্রী বলেন, কাউকে পশ্চাতে রেখে নয়, সকলকে অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন এগিয়ে নিতে হবে। সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে।

পরিকল্পনা মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের লক্ষ্য শুধু দারিদ্র্য বিমোচন নয় বরং বিশ্বে বাংলাদেশকে একটি উন্নত জাতি হিসেবে গড়ে তোলা।

তিনি বলেন, লক্ষ্যমাত্রা যদি ঠিক না থাকে তবে কাজের গতিশীলতা আসবে না। আমাদের এগিয়ে যাওয়ার প্রাণশক্তি হচ্ছে শিক্ষা। আমাদের সময় এসেছে শিক্ষার গুণগতমান আরো উন্নত করার। ২০৩০ সালে আমাদের অর্থনীতি হবে জ্ঞানভিত্তিক অর্থনীতি।

রবিবার ঢাকায় পিকেএসএফ আয়োজিত ‘পিপলস ভয়েস’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন। পিকেএসএফ সভাপতি ড. কাজী খলিকুজ্জামান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াদুদ, প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ এবং পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল করিম বক্তব্য রাখেন।

(ওএস/এসএস/ফেব্রুয়ারি ২০, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test