E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মাদক যুব সমাজের মানবিক শক্তি ধ্বংস করছে’

২০১৭ মার্চ ০৪ ১৭:০৬:০৪
‘মাদক যুব সমাজের মানবিক শক্তি ধ্বংস করছে’

খুলনা প্রতিনিধি : নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, গ্রাম পুলিশ সদস্যদের মাদকের বিরুদ্ধে লড়াই করতে হবে। মাদক যুব সমাজের মানবিক শক্তি ধ্বংস করছে। আমাদেরকে মাদক, জঙ্গির, বাল্যবিবাহ ও সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে।


শনিবার দুপুরে খুলনা শহীদ হাদিস পার্কে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন খুলনা বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌ-পরিবহনমন্ত্রী।

শাজাহান খান বলেন, প্রধামন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা থাকবে ও উন্নয়ন হবে। আমরা খাদ্য ঘাটতি পূরণ করে বর্তমানে খাদ্য, পোশাক ও জাহাজ রফতানি করছি। আর পাকিস্তানিরা জঙ্গি রফতানি করছে। এজন্যই পাকিস্তান হচ্ছে সন্ত্রাসী দেশ। আগামীতে বাংলাদেশ একটি উন্নত দেশ হবে।

তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে অর্থনৈতিকভাবে পৃথিবীতে যে ৩০টি দেশ শীর্ষে অবস্থান করবে বাংলাদেশ সেই অবস্থানে চলে যাবে। এটা এখন আন্তর্জাতিকভাবে বলা হচ্ছে।

বর্তমান সরকারকে শ্রমবান্ধব সরকার হিসেবে উল্লেখ করে নৌ-পরিবহনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল শ্রেণি-পেশার মানুষের জন্যই দেশকে এগিয়ে নিয়ে চলছেন। সকল শ্রেণি-পেশার মানুষের মজুরি বৃদ্ধি করা হয়েছে। বর্তমান সরকারের আমলে শ্রমিকের মজুরি সর্বনিম্ন পাঁচ হাজার ৩০০ টাকা করা হয়েছে। গ্রাম পুলিশদের ভাতা দ্বিগুণ করা হয়েছে। গ্রাম পুলিশদের সপ্তাহে এক দিন থানায় হাজিরা দেয়ার জন্য যাতায়াত ও দৈনিক ভাতা ৩০০ টাকার আদেশ ইতোমধ্যে জারি করা হয়েছে।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ গ্রাম পুলিশ সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা গাজী ম. ম. আমজাদ হোসেন মিলন, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, সাবেক এসপি বীরবিক্রম মাহবুব উদ্দিন, খুলনা জেলা প্রশাসক নাজমূল আহসান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এস এম শফিউল্লাহ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সংগঠনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক শাহ জাহান কবির জহীর, কেন্দ্রীয় কার্যনির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন খান এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমান্ডার মোস্তফা কামাল প্রমুখ।

(ওএস/এএস/মার্চ ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test