E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘দেশের ‍মানুষ জঙ্গিবাদ সন্ত্রাস পছন্দ করে না’

২০১৭ মার্চ ০৪ ১৯:৫৮:১৩
‘দেশের ‍মানুষ জঙ্গিবাদ সন্ত্রাস পছন্দ করে না’

ভোলা প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি বলেছেন, বাংলাদেশের মানুষ ধার্মিক তবে ধর্মান্ধ নয়। শনিবার ভোলার চরফ্যাশন সরকারি কলেজ মাঠে আয়োজিত সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশের ‍মানুষ জঙ্গিবাদ সন্ত্রাস পছন্দ করে না। কাজেই আমাদের দেশে আল কায়েদা বা আইএস’র কোনো অস্তিত্ব নেই। যেগুলো ছিলো, আছে সেগুলো আমাদের দেশেরই তৈরি কিছু সন্ত্রাসী-জঙ্গি বাহিনী। যা আমাদের নিরাপত্তা বাহিনী দমন করতে পেরেছে।

পরিবহন শ্রমিকদের সাম্প্রতিক আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা অযৌক্তিক আন্দোলন ছিল। আদালত যে রায় দিয়েছে এর বিরুদ্ধে তারা উচ্চতর আদালতে যেতে পারতো। এর পেছনে যদি কারও উদ্দেশ্য থাকে বা কেউ করিয়ে থাকে তাহলে আমাদের গোয়েন্দা সংস্থা আছে দেখবে। কিন্তু আমরা কাউকে অযথা হয়রানি করবো না।

চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ কাওসার আহমেদ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, বরিশাল রেঞ্জের ডিআইজিপি শেখ মুহম্মদ মারুফ হাসান, ভোলা জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, পুলিশ সুপার মোকতার হোসেন প্রমুখ।

(ওএস/এএস/মার্চ ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test