E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সেবা না দিতে পারলে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দেব’

২০১৭ মার্চ ০৬ ১৮:৫৯:৩০
‘সেবা না দিতে পারলে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দেব’

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জবাসীর সেবা না দিতে পারলে প্রয়োজনে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন।

তিনি বলেছেন, নারায়ণগঞ্জ শহরের যানজট, অবৈধ স্ট্যান্ড ও হকার উচ্ছেদসহ সব সমস্যায় প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা না করলে প্রয়োজনে সংবাদ সম্মেলন করে চলে যাবো। এর আগে সংবাদ সম্মেলন করে সব বলবো। প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দেব।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবনের সম্মেলন কক্ষে যানজট ও হকার উচ্ছেদসহ বিভিন্ন সমস্যার বিষয়ে সিটি কর্পোরেশনের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন দফতরের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আইভী আরও বলেন, সরকারি সব দফতরে জনসেবার জন্য দেশের ৬৪টি জেলায় রাজনৈতিক কোন্দল ও প্রতিযোগিতা রয়েছে। কিন্তু এতো কিছুতেও অন্য জেলায় প্রশাসনের সব কর্মকর্তা কাজ করেন। কিন্তু নারায়ণগঞ্জে আসলে স্তব্ধ হয়ে যায় কেন? নারায়ণগঞ্জে প্রচণ্ড রাজনৈতিক প্রভাব আছে। কিন্তু জেলার ডিসি, এসপি চাইলে অবশ্যই সব করতে পারেন। এজন্য নিজের ইচ্ছাই যথেষ্ট। ত্বকী হত্যা নিয়ে যখন কথা বলেছি তখন শহর ঠিক ছিল। আমি কথা বললে দলীয় লোকজন বলে সরকারবিরোধী।

মেয়র বলেন, চার বছর ধরে আমি কোনো কথা বলি না, তাই সব কিছুই অগোছালো। আমি কারও টাকা খাই না, পড়ি না। আমি বলতে ভয় পাই না। যখন বলবো তখন সংবাদ সম্মেলন করে সব বলে দেব, নারায়ণগঞ্জের প্রশাসনের কর্মকর্তারা একপেশে কাজ করছে। সিটি কর্পোরেশনকে সহযোগিতা করছে না।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিন হায়াৎ আইভীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, র‌্যাব-১১ এর কোম্পানি উপ-অধিনায়ক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ, জনস্বার্থ প্রকৌশলের নারায়ণগঞ্জ জেলার সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, গণপূর্ত বিভাগ নারায়ণগঞ্জ জেলার সহকারী প্রকৌশলী মো. আবুল হোসেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুর রহমানর হাবিব প্রমুখ।

সভায় সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের কাউন্সিলরসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/মার্চ ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test