E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘কক্সবাজার দিয়ে এবার সেন্টমার্টিন যাবে পর্যটকরা’

২০১৭ মার্চ ০৯ ১৬:৪৪:০০
‘কক্সবাজার দিয়ে এবার সেন্টমার্টিন যাবে পর্যটকরা’

কক্সবাজার প্রতিনিধি : নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, কক্সবাজার-সেন্টমার্টিন নৌ-পথে পর্যটন সুবিধা নিশ্চিত করার লক্ষে বাঁকখালী খনন করা হচ্ছে। পর্যটকদের পাশাপাশি নৌ-পথ ব্যবহারে সুবিধা পাবে উপকূলের মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া উপজেলার মানুষ। বাঁকখালী নদীর গভীরতা বাড়লে ওই তিন উপজেলায় নৌ-যোগাযোগ নিয়মিত ও প্রসারিত হবে।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারে বাঁকখালী নদীর খনন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, টেকনাফ হয়ে সেন্টমার্টিন যাওয়ার নতুন সংযোজন হিসেবে কক্সবাজার দিয়ে এবার সেন্টমার্টিন যাবে পর্যটকরা। কক্সবাজার দিয়ে সেন্টমার্টিন যেতে একই সঙ্গে অর্থ ও সময়ের অর্ধেক সাশ্রয় হবে। সেই সঙ্গে বাড়বে আনন্দ।

বাঁকখালী খনন প্রকল্প উদ্বোধনের আগে কস্তুরাঘাস্থ বিআইডাব্লিওটিএ’র নবনির্মিত বাংলা ভবনের উদ্বোধন করেন তিনি।

দুপুর ২টার দিকে কলাতলী লাইটহাউজস্থ নৌ-বাহিনীর লাইট হাউজের আধুনিকায়ন কাজের উদ্বোধন করেন মন্ত্রী।

এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসেনর সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ, নৌ-পরিবহন অধিদফতরের মহাপরিচালক আরিফ, বিআইডাব্লিউটিএ’র চেয়ারম্যান মোজাম্মেল হক, কেন্দ্রীয় কৃষকলীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

(ওএস/এএস/মার্চ ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test