E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিলেটে দুই দফায় বিস্ফোরণ, পুলিশ-ছাত্রলীগ কর্মীসহ নিহত ৩

২০১৭ মার্চ ২৫ ২০:০৮:২১ ২০১৭ মার্চ ২৫ ২১:২৫:০০
সিলেটে দুই দফায় বিস্ফোরণ, পুলিশ-ছাত্রলীগ কর্মীসহ নিহত ৩

সিলেট প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়ায় জঙ্গি আস্তানা সেনাবাহিনীর অভিযান ‘টোয়াইলাইট’র পাশে কয়েক দফা বোমা বিস্ফোরণে আদালত পরির্দশক এবং ছাত্রলীগ কর্মীসহ তিনজন নিহত হয়েছেন। এসময় র‌্যাব-পুলিশ, সাংবাদিকসহ আরও ৪০ জন আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলের’ ২০০ গজ দূরে গোটাটিকর মাদরাসা সংলগ্ন এলাকায় দুই দফা ‘আত্মঘাতী’বোমা হামলার ঘটনা ঘটে। প্রথম দফায় ফটো সাংবাদিক আজমল আলীসহ ছয়জন আহত হন।

দ্বিতীয় দফা হামলায় র‌্যাব, পুলিশ কর্মকর্তা, আহত হন আরও ৩৪ জন। এর মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

সন্ধ্যায় সেনাবাহিনীর প্রেস ব্রিফিং শেষে বেরিয়ে আসার পথে এই বোমা হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হামলায় দক্ষিণ সুরমা এলাকার আওয়ামী লীগ নেতা আওলাদ মিয়ার ছেলে ছাত্রলীগ কর্মী অহিদুল ইসলাম অপু (২৫) এবং পুলিশের আদালত পরিদর্শক (সিএসআই) আবু কয়ছর মারা গেছেন।

ঘটনাস্থলে র‌্যাব-পুলিশ যাওয়ার পর আরেকটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে পরিদর্শক মনিরুল ইসলাম, দক্ষিণ সুরমা থানার ওসি হারুনুর রশীদ, আহত নজিম, রাসেল, ওয়াহিদুল, ইসলাম আহমদ পাপ্পু, নুরুল আলম, বিপ্লব, ছাত্রলীগ নেতা ফাহিম, হোসেন, আবদুর রহিম, ফখর উদ্দিন, মামুন, রহিম, মোস্তাক, ফারুক মিয়া, সালাউদ্দিন সিপার, ইমনসহ আরও ৩৪ জন গুরুতর আহত হন। প্রথম দফার হামলায় ৬ জন আহত হন।

জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর প্যারা-কমান্ডোর অভিযান ‘অপারেশন টোয়াইলাইট’ চলাকালে এই হামলার ঘটনা ঘটলো।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা বিষয়টি নিশ্চিত করেছেন।

(ওএস/অ/মার্চ ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test