E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পদ্মাসেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয় নাই: কৃষিমন্ত্রী

২০১৭ মার্চ ৩০ ১৪:২২:৪৬
পদ্মাসেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয় নাই: কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতি হয়েছিল বিশ্বব্যাংক এমন কথা বললেও দেশে নয় কানাডার আদালতে প্রমাণ হয়েছে এ প্রকল্পে কোনো চুরি বা দুর্নীতি হয় নাই।

বৃহ্স্পতিবার (৩০ মার্চ) সকাল ১১টায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গেরাপচা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ফুটবল, ব্যাডমিন্টন, দাবা ইতাদির সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি।

এসময় জঙ্গিদের অন্যায়ের পথ ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানান মন্ত্রী।

এদিন মন্ত্রী উপজেলার ১২টি ইউনিয়ন একটি পৌরসভার ২১৭টি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

এসময় শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) ড. মল্লিক হোসেন আনোয়ার, পুলিশ সুপার (এসপি) মো. রফিকুল হাসান গনি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন সাধারণ সম্পাদক ফজলুল হক, নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন, ভাইস চেয়ারম্যান আছমত আরা আছমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমানসহ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/মার্চ ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test