E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক একটি বড় চ্যালেঞ্জ’

২০১৭ মার্চ ৩০ ১৬:২৪:২৩
‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক একটি বড় চ্যালেঞ্জ’

স্টাফ রিপোর্টার : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক আমাদের কাছে একটি বড় চ্যালেঞ্জ। আমাদের ছেলেমেয়েরা যত বেশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় আসবে ততোই সফলতা আসবে। আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের সমস্যার মোকাবেলা করতে পারব।

বৃহস্পতিবার থেকে রাজধানীর শহীদ এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে ২৪তম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)।

দুপুরে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

পোলার আইসক্রিমের সহযোগিতায় হ্যান্ডবল টুর্নামেন্টে ৩১টি স্কুল অংশগ্রহণ করেছে। তার মধ্যে ১৮টি ছেলে টিম ও ১৩টি মেয়ে টিম অংশ নিয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, পড়ালেখার সঙ্গে সঙ্গে ছাত্র-ছাত্রীদের খেলাধুলা করতে হবে। শুধু পুঁথিগত বিদ্যা অর্জন করে ভালো মানুষ হওয়া যাবে না এবং সাফল্যও আসবে না। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে নিজেদের জড়াতে হবে। নিজের যে প্রতিভা আছে তাকে বিকশিত করতে হবে। শিকলে বেঁধে রেখে শৃঙ্খলিত করে কখনও আমাদের কিশোর ও তরুণদের জাতীয় সম্পদে পরিণত করা যাবে না।

আয়োজক কমিটি হ্যান্ডবল ফেডারেশন ও পোলার আইসক্রিমকে এই টুর্নামেন্ট আয়োজন করায় ধন্যবাদ জানান তিনি। বক্তব্য শেষে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার।

(ওএস/এএস/মার্চ ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test