E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আমরা মানবের সমাজ গড়তে চাই, দানবের নয়’

২০১৭ এপ্রিল ০৫ ২১:৩৮:৫৭
‘আমরা মানবের সমাজ গড়তে চাই, দানবের নয়’

কুমিল্লা প্রতিনিধি : সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সারাদেশে ছড়িয়ে পড়া জঙ্গিবাদ নির্মূলে সংস্কৃতি চর্চা বাড়ানোর কোনো বিকল্প নেই। আমরা মানবের সমাজ গড়তে চাই, দানবের নয়। অন্ধকারের এসব শক্তির বিনাশে, তাদের রক্তবীজ নির্মূলে সংস্কৃতি চর্চাই সবচেয়ে বড় হাতিয়ার।

সংস্কৃতিমন্ত্রী বলেন, আইন প্রয়োগকারী সংস্থার একার পক্ষে জঙ্গিবাদ নির্মূল সম্ভব নয়, এজন্য সবার ঐক্যবদ্ধ সহযোগিতা ও সচেতনা প্রয়োজন। সবাই এগিয়ে এলে দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা অসম্ভব কিছু নয়।

বুধবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা আবদুল আজিজ ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন, দেশটিভির ডিএমডি আরিফুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেলুল কাদের, মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান ও বাঙ্গরা বাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন।

(ওএস/এএস/এপ্রিল ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test