E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নির্বাচন নিরপেক্ষ করতে গণমাধ্যমের সহযোগিতা চাই’

২০১৭ এপ্রিল ১২ ১৮:৪৮:২৬
‘নির্বাচন নিরপেক্ষ করতে গণমাধ্যমের সহযোগিতা চাই’

মাদারীপুর প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গণমাধ্যমের সহযোগিতার চাইলেন নির্বাচন কমিশনার ব্রিগে: জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী। বুধবার বেলা ১টার দিকে রাজৈর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, আপনারা যারা গণমাধ্যমে সাথে জড়িত আছেন, আপনারাও একটি নিরপেক্ষা ভূমিকা পালন করতে পারেন। কোনভাবে নির্বাচনকে প্রভাবিত করা বা কারো পক্ষপাতিত্ব না করা হয়, সেদিকে লক্ষ্য রাখাবেন। সময় মতো সঠিক তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন। অবশ্যই আমরা সে ব্যাপারে ব্যবস্থা নিবো।’

নির্বাচন কমিশনার এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল দলকে অংশ নেয়ার জন্য আহবান জানান। সেই সাথে বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুক, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রাসেল হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন মিয়া, রাজৈর উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।

পরে আগামী ১৬ এপ্রিল রাজৈর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়া ভোটগ্রহণ কর্মকর্তাদের ব্রিফিং করেন।

(এএসএ/এএস/এপ্রিল ১২, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test