E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজের অগ্রগতিতে পরিকল্পনা মন্ত্রীর সন্তোষ

২০১৭ এপ্রিল ৩০ ১৯:২১:০৮
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজের অগ্রগতিতে পরিকল্পনা মন্ত্রীর সন্তোষ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী আ ফ ম মোস্তফা কামাল।

রবিবার বিকেলে তিনি এই প্রকল্প এলাকা ও গ্রীন সিটি এলাকা পরিদর্শন করেন। এসময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড. ইয়াফেস ওসমান, প্রকল্প পরিচালক ড. সৌকত আকবর, নিউক্লিয়ার পাওয়ার গ্রীড কোম্পানীর উপদেষ্টা রবীন্দ্রনাথ সরকার, পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো, পুলিশ সুপার জিহাদুল কবিরসহ উচ্চ পদস্থ কর্মকর্তা ও রাশিয়ান এ্যটমষ্ট্রয় একসপোর্টের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং-এ পরিকল্পনা মন্ত্রী আ ফ ম মোস্তফা কামাল বলেন, ২০৩০ ও ২০৪০ সালে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের উন্নয়নের যে স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়েছেন, এই মেগা প্রকল্পের কার্যক্রমের মধ্য দিয়ে সে স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে। আর স্বপ্নের জায়গায় পৌছানোর জন্যই পদ্মা সেতু থেকে শুরু করে এ ধরণের মেগা প্রকল্প গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান। তিনি আরো বলেন, ‘আমি বিশ্বাস করি যে গতিতে কাজ এগিয়ে চলেছে তাতে নির্ধারিত টাইম লাইন ২০২২ সালের মধ্যে ১ম রিএ্যাক্টর বসানোর কাজ শেষ হবে। পাশাপশি ২য় টির কাজও চলছে। ২০২৪ সালের মধ্যে ১ম রিএ্যাক্টরে উৎপাদিত ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ এবং ২০২৫ সালে আরও ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সঞ্চালন হবে। আর এর মাধ্যমে চরম লাভবান হবে আমাদের দেশের মানুষ এবং সকল ক্ষেত্রে উন্নয়ন ত্বরান্বিত হবে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড. ইয়াফেস ওসমান বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে সহায়তাকারী আমাদের বন্ধু রাশিয়া আমাদের উন্নয়নে এগিয়ে এসেছে। আগামী সেপ্টেম্বরে ১ম কংক্রিটে রিএ্যাক্টর বসানোর কাজ শুরু হবে বলে তিনি জানান। কাজের গুণগত মান ঠিকঠাক মতো হচ্ছে কিনা এবিষয়ে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, ভারতের এধরণের প্রকল্প রয়েছে। এই বিষয়ে ইতোমধ্যে ভারতের সাথে একটি চুক্তি সম্পাদিত হয়েছে।

তাছাড়া আর্ন্তজাতিক এ্যাটোমিক এনার্জি এজেন্সি কর্তৃপক্ষ নিয়মিত এই প্রকল্পের কাজ পরিদর্শন করছেন বলে তিনি জানান। সাম্প্রতিক সময়ে ঠিকাদারের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে নির্মাণ কাজ বন্ধ রয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, এটি স্থানীয় ঠিকাদারের সাথে সংঘঠিত একটি বিচ্ছিন্ন ঘটনা। ছোট খাট ঘটনায় এতো বড় প্রকল্পের কাজ বন্ধ হওয়ার প্রশ্নই উঠেনা বলে তিনি জানিয়েছেন।

স্থানীয় সাংবাদিকরা দেশের সর্বাধিক লিচু উৎপাদনকারী এলাকা ঈশ্বরদীতে লিচু সংরক্ষণের জন্য একটি হিমাগার নির্মাণের প্রয়োজনীয়তার বিষয়টি উত্থাপিত কলে পরিকল্পনা মন্ত্রী হিমাগার নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে বলে প্রতিশ্রুতি দেন।

(এসকেকে/এএস/এপ্রিল ২০, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test