E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্বাস্থ্য সেবার মান বাড়াতে মহিলা চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান 

২০১৭ মে ০৬ ১৭:৪৮:১৯
স্বাস্থ্য সেবার মান বাড়াতে মহিলা চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ভাষাসৈনিক, বীরমুক্তিযোদ্ধা ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেন, স্বাস্থ্যসেবা প্রদানকারী পল্লী চিকিৎসকগণ ঘরে ঘরে গিয়ে মানুষের সেবা দান করেন। সেবা গ্রহীতাদের অনেক মহিলা ও শিশু নারী পল্লী চিকিৎসকের সেবা প্রত্যাশা করেন। তিনি স্বাস্থ্য সেবার মান বাড়াতে বেশি বেশি মহিলা পল্লী চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান জানান। আজ শনিবার ঈশ্বরদী উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী শরীফ এ কথা বলেন।

ঈশ্বরদী উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি ডা. আলমগীর পারভেজের সভাপতিত্বে এসময় ভূমিমন্ত্রী শরীফ আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সকলের জন্য স্বাস্থ্যসেবা প্রদান নিশ্চিত করতে সারাদেশে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন। নারী-পুরুষ, শিশুরা অনায়াসেই সেখান থেকে স্বাস্থ্য সেবা পাচ্ছেন। মন্ত্রী বলেন, প্রত্যন্ত অঞ্চলে বড় বড় ডাক্তারদের যাওয়া আসা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। ফলে পল্লী চিকিৎসকগণ ডাক্তারদের সহায়ক হিসেবে কাজ করেন। তিনি বলেন, ডিগ্রী ধারী পল্লী চিকিৎসকদের চিকিৎসা চালিয়ে যেতে সরকারের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই। মন্ত্রী বলেন, প্রাথমিক চিকিৎসা প্রদানসহ বড় বড় জটিল রোগের সুচিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকেন তারা। মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রযুক্তি জ্ঞানসম্পন্ন আধুনিক জাতি গঠন এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের কাতারে দাঁড় করাতে জননেত্রী শেখ হাসিনার সরকার দেশব্যাপী উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছেন।

সম্মেলনে অন্যান্য অতিথিদের মধ্যে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সার্জন ডা. এফ.এ. আসমা খান, ঈশ্বরদী উপজেলা ভূমি সার্কেলের সহকারী কমিশনার শিমুল আক্তার, পাবনা জেলা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি ডা. আব্দুস সাত্তার, ডা. আবদুস সালাম, ঈশ্বরদী উপজেলা পল্লী চিকিৎসক পরিষদের উপদেষ্টা ডা. আনিসুর রহমান উপস্থিত ছিলেন। এসিআই ফার্মাসিউটিক্যাল এর সহযোগিতায় ঈশ্বরদীর ২৫০ জন পল্লী চিকিৎসক দ্বি-বার্ষিক সম্মেলনে অংশ নেন।

(এসকেকে/এএস/মে ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test