E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

`হেফাজতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক কাম্য নয়'

২০১৭ মে ০৬ ২২:৫৫:১৩
`হেফাজতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক কাম্য নয়'

যশোর প্রতিনিধি : একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবীর বলেছেন, হেফাজত বাংলাদেশের সংবিধান মানে না। হেফাজতকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেছেন, এটা আমাদের কাম্য নয়। বাংলাদেশকে রক্ষা করতে হলে ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

শনিবার বিকেলে যশোর প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় নাগরিক সমাজের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

শাহরিয়ার কবীর বলেন, দেশে লক্ষ কোটি টাকার বাজেট তৈরি হয়, কিন্তু শহীদ পরিবারের জন্য বাজেটে কিছু থাকে না।

বাজেটে শহীদ পরিবারের জন্য বরাদ্দ রাখার দাবি জানিয়ে তিনি বলেন, যারা যুদ্ধাপরাধী হিসেবে ঘোষিত হয়েছে, তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ পরিবারের মাঝে বণ্টন করতে হবে।

‘একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি ও প্রস্তাবিত মুক্তিযুদ্ধের ইতিহাস অস্বীকার অপরাধ আইন’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গণজাগরণ মঞ্চ যশোরের আহ্বায়ক কাজী আব্দুস শহীদ লাল।

সভায় বক্তব্য দেন যশোর জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হারুন অর রশীদ, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ইকবাল কবীর জাহিদ, প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহামুদ হাসান বুলু, জেলা জাসদের সাধারণ সম্পাদক অশোক রায় ও সহ-সভাপতি আহসান উল্লাহ ময়না, জেলা সিপিবি সাধারণ সম্পাদক ইলাহদাদ খান, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অসীম কুণ্ডু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর সন্তোষ দত্ত, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আফজাল হোসেন দোদুল, উদীচীর যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক নবনীতা সাহা তপু প্রমুখ।

(ওএস/এএস/মে ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test