E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘রবীন্দ্রনাথ ছিলেন বাংলা সাহিত্যের দিকপাল’

২০১৭ মে ০৮ ১৯:৫০:৪৮
‘রবীন্দ্রনাথ ছিলেন বাংলা সাহিত্যের দিকপাল’

নওগাঁ প্রতিনিধি : রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ বলেছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের একজন দিকপাল ছিলেন। তার সাহিত্য সম্ভার যেমন বিশাল, তেমনি আপন মহিমায় তা বর্ণাঢ্য। রবীন্দ্রনাথ ছিলেন ঠাকুর পরিবারের জমিদার। কিন্তু জমিদারী তিনি পছন্দ করতেন না। নিজে জমিদার হয়েও জমিদারকে তিনি বলেছেন জমির জোঁক-প্যারাসাইট। রবীন্দ্রনাথ সুবিধা বঞ্চিত বাঙ্গালীর প্রতি বিশ্বাস স্থাপন করেছিলেন। তিনি সংকীর্ণ জাতীয়তাবাদ নয়, বাঙ্গালীর বিশ্ববাদে দিক্ষা দিতে চেয়েছেন। তিনি দরিদ্র প্রজাদের ভাগ্যোন্নয়নের জন্য কৃষি ব্যাংক, সমবায় ব্যাংক, সমবায় নীতি ও কল্যানবিত্তি চালু করেন। প্রতিষ্টিা করেন হেল্থ কো-অপারেটিভ সোসাইটি ও কৃষি ল্যাবরেটরী। সোমবার নওগাঁর আত্রাই উপজেলার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত পতিসরে কবির ১৫৬তম জন্ম বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

রাষ্ট্রপতি আরও বলেন, আজ যখন বিশ্বের সর্বস্তরে উগ্র মৌলবাদ ও সাম্প্রদায়িকতা মাথা চাড়া দিয়ে উঠেছে তখন রবীন্দ্র চর্চা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে পড়েছে। রবীন্দ্রনাথ বাঙ্গালীদের মাঝে অসম্প্রদায়িক চেতনার বিজ বপন করেছিলেন। তিনি নিজে মানবতাবাদী অসম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন। ২১ শতকের পৃথিবী যখন একটি বিশ্বগ্রামে পরিণত হয়েছে তখন রবীন্দ্রনাথের চিন্তা ও দর্শন হয়ে উঠেছে অতীব তাৎপর্যপূর্ণ।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত কবির বর্ণাঢ্য জন্মোৎসবের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, আমাদের একজন রবীন্দ্রনাথ আছেন, যিনি আমাদেরকে সংগ্রামে সাহসে পথ দেখান। তাঁর সৃষ্টিশিলতা সমাজ জীবনকে ঋদ্ধ করেছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইব্রাহিম হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বস্ত্র ও পাট মন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি, মোঃ ইসরাফিল আলম এমপি এবং ধন্যবাদ জ্ঞাপন করে, নওগাঁ জেলা প্রশাসক ড. মো: আমিনুর রহমান। অধ্যাপক ড. হায়াত মাহমুদ অনুষ্ঠানে স্মারক বক্তব্য রাখেন।

উল্লেখ্য, কবির জন্মোৎসব অনুষ্ঠানকে ঘিরে উপজেলার পতিসরে শুরু হয়েছে উৎসবের আমেজ। হাজার হাজার রবীন্দ্র ভক্তের ঢল নেমেছে পতিসরে।

(বিএম/এএস/মে ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test