E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সংলাপের তাগিদ দিলেন জাতিসংঘের মহাসচিব

২০১৪ জুন ২২ ১১:১৩:০৫
সংলাপের তাগিদ দিলেন জাতিসংঘের মহাসচিব

ডেস্ক রিপোর্ট : জাতিসংঘের মহাসচিব বান কি মুন বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সংসদের বাইরের বিরোধী দলগুলোকে নিয়ে সংলাপে বসার তাগিদ দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের দপ্তরকে উদ্ধৃত করে শনিবার ঢাকায় জাতিসংঘ দপ্তর এ তথ্য জানিয়েছে। ১৯ জুন নিউইয়র্কে বান কি মুনের সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বৈঠকের পর এই বিবৃতি এল৷

গত ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচন সব দলকে নিয়ে অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ না হওয়ায় পরদিনই এর সমালোচনা করেছিল জাতিসংঘ৷ নির্বাচনের প্রায় ছয় মাস পর গতকাল এ বিবৃতির মাধ্যমে জাতিসংঘ আবারও তার অবস্থান পুনর্ব্যক্ত করল।
গত নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে জোরালো উদ্যোগ নিয়েছিল জাতিসংঘ। ওই প্রক্রিয়ার অংশ হিসেবে ২০১২ ও ২০১৩ সালে বান কি মুন তার প্রতিনিধি হিসেবে জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোকে তিনবার ঢাকায় পাঠান। বান কি মুন নিজেও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে একাধিকবার চিঠি দিয়ে ও ফোন করে সমঝোতার তাগিদ দিয়েছিলেন৷

রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলোচনার সময় গত ৫ জানুয়ারির নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা না হওয়ায় দুঃখ প্রকাশ করেন জাতিসংঘের মহাসচিব৷

জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বান কি মুন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস, মৃত্যুহার কমানো ও চরম দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশের সাফল্য নিয়ে আলোচনা করেন। বিশ্বজুড়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের জন্য রাষ্ট্রপতি আবদুল হামিদকে ধন্যবাদ জানান বান কি মুন।

রাষ্ট্রপতি জাতিসংঘ মহাসচিবকে জানান, আগামী সেপ্টেম্বরে জলবায়ু শীর্ষ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

(ওএস/এইচআর/জুন ২২, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test